Latest News

6/recent/ticker-posts

Ad Code

Toto Fare : আগামী ২ রা এপ্রিল থেকেই বাড়তে চলেছে টোটোর ভাড়া !

নিম্নতম কুড়ি টাকা ভাড়া করার দাবি জানালো ই রিকশা (e rickshaw) চালক ইউনিয়ন, পূর্ণাঙ্গ পৌর বোর্ড গঠিত হলে দেখা হবে বিষয়টি,জানালেন পৌরমাতা। 

টোটোর ভাড়া


শুক্রবার সি আই টি ইউ অনুমোদিত জলপাইগুড়ি ই রিকশা চালক ইউনিয়নের পক্ষ থেকে শহরের বুকে এক মিছিল করে অবিলম্বে নিম্নতম ভাড়া কুড়ি টাকা করার দাবি জানানো হলো পৌরসভার কাছে।

যদিও এই ব্যাপারে এখনই কোনো পদক্ষেপ পৌরসভার পক্ষ থেকে নেওয়া হচ্ছে না বলে জানিয়ে দেন পৌরসভার চেয়ারপার্সন পাপিয়া পাল।

অপরদিকে ই রিকশা চালক ইউনিয়নের পক্ষে জানানো হয়, চার মাস আগেও একই দাবি পৌরসভার কাছে রাখা হয়েছিলো, যার আজ পর্যন্ত কোনো সুরাহা হয় নি, তাই আমরা আবার একই দাবিতে পৌরসভার কাছে স্বারকলিপি প্রদান করছি। আগামী ২ রা এপ্রিল থেকে আমরা টোটোর ভাড়া ন্যুন্যতম ২০ টাকা করবো। এই বিষয়ে কি বললো ইউনিয়ন শুনে নিন ভিডিওতে-


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code