Latest News

6/recent/ticker-posts

Ad Code

Gogoa 1 : পুরনো বাইক আছে ? খুব সহজেই বদলে ফেলুন ইলেকট্রিক বাইকে

পেট্রোল চালিত মোটরসাইকেলকে  বৈদ্যুতিক যানে (electric bike) রূপান্তর

বৈদ্যুতিক বাইক


সাধারণ মানুষ তেলের সাশ্রয়ের কথা মাথায় রেখে  বৈদ্যুতিক চালিত গাড়ি (electric bike) ব্যবহার করছেন। পেট্রোল চালিত মোটরসাইকেলকে যদি বৈদ্যুতিক যানে রূপান্তর করতে চান, তাহলে তা সহজেই করা সম্ভব উন্নত প্রযুক্তির মাধ্যমে। ইঞ্জিনের পরিবর্তে একটি EV কিট দ্বারা এই অসাধারণ কাজটি করা সম্ভব। এই বৈদ্যুতিক কিটটি মোটরসাইকেলে লাগালে (ইনস্টল) খরচও খুব কম হবে। এবং পেট্রোল ও ডিজেলের টেনশন থেকে মুক্তি পাওয়া যাবে। 


এই বৈদ্যুতিক কিটটি “Gogoa 1” এর মাধ্যমে তৈরি করা হয়েছে। সরকারি অনুমোদিত এই কীটটি ব্যবহার করলে কোন ট্রাফিক পুলিশের হয়রানিও হতে হবে না বলেই জানা যায়। পরিবেশ বাঁচাতে এই বৈদ্যুতিক কিট খুবই কার্যকরী প্রমাণিত হতে যাচ্ছে। দূষণ রোধে সারা দেশে ইলেকট্রিক গাড়ির (electric bike) ওপর বেশ জোর দেওয়া হচ্ছে। 


পেট্রোল চালিত মোটরসাইকেলটিকে বৈদ্যুতিক গাড়িতে (electric bike) রূপান্তর করতে মাত্র ৩৫,০০০ হাজার টাকা খরচ করতে হবে। এর উপরে ৬০০০ টাকার জি এস টি (GST) ও দিতে হবে বলে জানা যাচ্ছে এবং আগামী ৩ বছরের জন্য ওয়ারেন্টিও পাবেন এই প্রক্রিয়ায়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code