Latest News

6/recent/ticker-posts

Ad Code

Plane Crash: ভয়াবহ প্লেন দূর্ঘটনা, ১৩৩ জন যাত্রী সমেত ভেঙ্গে পড়লো বিমান, দেখুন ভিডিও

China Plane Crash: এক ভয়াবহ বিমান দূর্ঘটনার সাক্ষ্যী থাকলো চিন



China Plane Crash



আজ এক ভয়াবহ বিমান দূর্ঘটনার সাক্ষ্যী থাকলো চিন। ১৩৩ জন যাত্রী নিয়ে নির্ধারিত গন্তব্যের উদ্দেশ্যে পাড়ি দিলেও শেষ পর্যন্ত আর পৌঁছানো হল না। দুর্ঘটনার কারণে যাত্রী সমেত ভেঙ্গে পড়ল চিনের বোয়িং ৭৩৭ বিমান (Plane Crash)।


জানা গিয়েছে দক্ষিণ চিনের গুয়াংজি (Guangxi) প্রদেশের উঝোউ শহরের (Wuzhou City) কাছে যাত্রীবাহী বিমানটি ১৩৩ জনকে নিয়ে ভেঙে পড়েছে (Plane Crash)।


এই ভয়াবহ দুর্ঘটনায় এখনও হতাহতের সংখ্যা জানা যায়নি। দুর্ঘটনাগ্রস্থ বোয়িং-৭৩৭ বিমানটি গুয়াংজি অঞ্চলের উঝো শহরের কাছে গ্রামীণ পল্লীতে ভেঙে পড়ে। বিমানটি ভেঙে পড়ার পরেই পাহাড়ের জঙ্গলে আগুন ধরে যায়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code