China Plane Crash: এক ভয়াবহ বিমান দূর্ঘটনার সাক্ষ্যী থাকলো চিন
আজ এক ভয়াবহ বিমান দূর্ঘটনার সাক্ষ্যী থাকলো চিন। ১৩৩ জন যাত্রী নিয়ে নির্ধারিত গন্তব্যের উদ্দেশ্যে পাড়ি দিলেও শেষ পর্যন্ত আর পৌঁছানো হল না। দুর্ঘটনার কারণে যাত্রী সমেত ভেঙ্গে পড়ল চিনের বোয়িং ৭৩৭ বিমান (Plane Crash)।
জানা গিয়েছে দক্ষিণ চিনের গুয়াংজি (Guangxi) প্রদেশের উঝোউ শহরের (Wuzhou City) কাছে যাত্রীবাহী বিমানটি ১৩৩ জনকে নিয়ে ভেঙে পড়েছে (Plane Crash)।
এই ভয়াবহ দুর্ঘটনায় এখনও হতাহতের সংখ্যা জানা যায়নি। দুর্ঘটনাগ্রস্থ বোয়িং-৭৩৭ বিমানটি গুয়াংজি অঞ্চলের উঝো শহরের কাছে গ্রামীণ পল্লীতে ভেঙে পড়ে। বিমানটি ভেঙে পড়ার পরেই পাহাড়ের জঙ্গলে আগুন ধরে যায়।
Un Boeing 737 de la aerolínea China Eastern se ha estrellado con 133 personas a bordo en el sur del país. Volaba de Kunming a Guangzhou.pic.twitter.com/bGqv8ibZgv
— Zigor Aldama 齐戈 (@zigoraldama) March 21, 2022
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊