Latest News

6/recent/ticker-posts

Ad Code

CC Tv: সিসি ক্যামেরার ছবি দেখে চুরির কিনারা করলো পুলিশ

সিসি ক্যামেরার ছবি দেখে চুরির কিনারা করলো পুলিশ, স্কুটি পেয়ে পুলিশকে ধন্যবাদ মাসুদের

সিসি ক্যামেরা




সম্প্রতি জলপাইগুড়ি শহরে লাগাতার ঘটে চলা চুরি ছিনতাই এর মতো ঘটনায় কার্যত চাপের মধ্যে পরে গিয়েছিল পুলিশ প্রশাসন ,তবে রোববার চুরি যাওয়া একটি স্কুটি উদ্ধার করে মালিকের হাতে তুলে দিতে পেরে যেন অনেকটাই সস্তি ।

সিসি ক্যামেরায় রেকর্ড হওয়া ছবিতে দেখা যাচ্ছে গত শনিবার কদমতলা সংলগ্ন একটি আইনক্স এর সামনে থেকে একটি স্কুটি অত্যান্ত কৌশলে চুরি করে নিয়ে চলে যাচ্ছে চোর।

এরপরেই নড়েচড়ে বসে কোতয়ালী থানার সাদা পোশাকের পুলিশ, বিভিন্ন সূত্রের মারফত রোববার খবর পেয়ে শহরের একটি রাস্তার পাশ থেকে চুরি যাওয়া স্কুটি টি উদ্ধার করে কোতয়ালী থানায় নিয়ে এসে প্রকৃত মালিকের হাতে তুলে দেয়।



নিজের স্কুটি হাতে পেয়ে মাসুদ করিম অসংখ্য ধন্যবাদ জানান কোতয়ালী থানার পুলিশ কে।

এই ঘটনায় রবিবার জলপাইগুড়ি পুলিশ সুপার দেবষি' দত্ত টেলিফোনে জানান চুরি যাওয়া স্কুটি উদ্ধার করেছে জলপাইগুড়ি কোতয়ালি থানার সাদা পোশাকের পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে চোরের খোঁজ চালাচ্ছে পুলিশ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code