Latest News

6/recent/ticker-posts

Ad Code

WBSSC: একের পর এক চাকরি বাতিল শিক্ষকের, SSC চেয়ারম্যানরা হাতের পুতুল!

WBSSC: একের পর এক চাকরি বাতিল শিক্ষকের, SSC চেয়ারম্যানরা হাতের পুতুল!


WBSSC



নিউজ ডেস্কঃ  আদালতে ফের একবার তিরস্কারের মুখে স্কুল সার্ভিস কমিশন (wbssc)। শুধু তাই নয় SLST নবম-দশমে আবারও চাকরি বাতিল করল আদালত। এদিন আদালত কটাক্ষ করে বলেন- SSC চেয়ারম্যানরা হাতের পুতুল!

বিচারপতি প্রশ্ন তুলেছেন কাদের অঙ্গুলিহেলনে প্রভাবিত হচ্ছেন চেয়ারম্যানরা? আর তারই উত্তর জানতে ২৮ ফেব্রুয়ারী দুপুর ২টোয় এসএসসির দুই প্রাক্তন চেয়ারম্যান কে তলব করলো বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

মঙ্গলবার শিক্ষক নিয়োগ (WBSSC Recruitment Controversy) সংক্রান্ত এক মামলায় বিচারপতি গঙ্গোপাধ্যায় ৬ অঙ্কের শিক্ষকের পর এবার ইতিহাসের শিক্ষকের চাকরি বাতিল করে । একই সঙ্গে বেতন পুনরুদ্ধারেরও নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code