Latest News

6/recent/ticker-posts

Ad Code

WBPSC: উচ্চ পদস্থ কর্মী নিয়োগে বিজ্ঞপ্তি জারি করলো PSC, কবে থেকে আবেদন শুরু?

WBPSC: WBCS -এ কর্মী নিয়োগে বিজ্ঞপ্তি জারি করলো PSC, কবে থেকে আবেদন শুরু?



WEDT BENGAL PUBLIC SERVICE COMMISSION

WEST BENGAL CIVIL SERVICE EXAMINATION


রাজ্য সরকারে PUBLIC SERVICE COMMISION -এর অধীনে WEST BENGAL CIVIL SERVICE -এ একাধিক পোস্টে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতি বছর WEST BENGAL CIVIL SERVICE (Executive) etc পরীক্ষার মাধ্যমে Group A, B, C, D -তে নিয়োগ করা হয়। রাজ্য সরকারের অধীনে সবচেয়ে উচ্চ পদস্থ কর্মীদের নিয়োগ এই পরীক্ষার মাধ্যমেই করা হয়।


PUBLIC SERVICE COMMISSION, WEST BENGAL -এর জারি করা বিজ্ঞপ্তি অনুসারে WEST BENGAL CIVIL SERVICE (Executive) etc 2022 -এর আবেদন প্রক্রিয়া আগামী PUBLIC SERVICE COMMISSION, WEST BENGAL এর অফিশিয়াল ওয়েবসাইট https://wbps.gov.in -এ। 




আবেদন পত্র জমার সূচি -
শুরুর তারিখ- ৩রা মার্চ ২০২২
শেষের তারিখ- ২৪শে মার্চ ২০২২

আবেদন ফি-
সাধারন- ২১০ টাকা 
এসসি, এসটি ও শারীরিক ভাবে অক্ষম প্রার্থীদের কোনও ফি লাগবে না। 



৩রা মার্চ থেকে আগ্রহী ও যোগ‍্য প্রার্থীরা পাবলিক সার্ভিস কমিশনের অফিশিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবেন। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code