Latest News

6/recent/ticker-posts

Ad Code

Nora Fatehi: পুলের পাশে কালো স্নান পোশাকে নোরা ফতেহি, ভাইরাল ফটো

Nora Fatehi: পুলের পাশে কালো স্নান পোশাকে নোরা ফতেহি, ভাইরাল ফটো 



Nora Fatehi



গতবছর ডিসেম্বরের শেষে করোনা আক্রান্ত হন বলিউড সেনসেশন নোরা ফাতেহি । বর্তমানে তিনি সম্পূর্ণ সুস্থ। আবারও স্বমহিমায় ফিরছেন নোরা। সম্প্রতি স্যুইমিং পুলের কিছু ছবি ভিডিও ভাইরাল হয়েছে। Nora Fatehi-র Sexy look এ ঘায়েল নেটজনতা।

নোরা ফাতেহির জন্ম ৬ ফেব্রুয়ারি ১৯৯২, এক মরোক্কান-কানাডিয়ান পরিবারে। তার বেড়ে ওঠা কানাডায়। তবে রোয়ার টাইগার্স অব দ্য সুন্দরবনস সিনেমায় অভিনয়ের মধ্যদিয়ে ভারতীয় চলচ্চিত্রে যাত্রা শুরু । এরপর টেম্পার, বাহুবলী: দ্য বিগিনিং ও কিক ২ চলচ্চিত্রে আইটেম গানে পারফর্ম করে জনপ্রিয়তার শীর্ষে পৌছায়। এরপর আর থেমে থাকতে হয়নি নোরাকে।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code