Latest News

6/recent/ticker-posts

Ad Code

IPL Mega Auction 2022: ১ কোটিতে রাহানেকে তুলে নিল KKR

IPL Mega Auction 2022: ১ কোটিতে রাহানেকে তুলে নিল KKR





ঈর্ষণীয় ব্যাটিং রেকর্ড থাকলেও সীমিত ওভারের ক্রিকেটে জাতীয় দলে ও ধারাবাহিকতার অভাবে টেস্ট দলেও জায়গায় পান না রাহানে। সেই অজিঙ্ক রাহানেকে (Ajinkya Rahane) ১ কোটিতে তুলে নিল KKR কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)।


বেঙ্কটেশ আইয়ারকে (Venkatesh Iyer) রিটেন করেছে কেকেআর। রবিবার নিলামে রাহানেকে তুলে নেওয়ার পর মনে করা হচ্ছে তিনিই হয়তো আইয়ারের সঙ্গী ওপেনার।


মুম্বইয়ের তারকা ব্যাটার শ্রেয়স আইয়ারকে (Shreyas Iyer) ১২ কোটি ২৫ লক্ষ টাকা খরচ করে কিনে নেয় কেকেআর। অন্যদিকে অস্ট্রেলিয়ার অ্যাশেজ জয়ের নায়ক প্যাট কামিন্সকে (Pat Cummins) ৭ কোটি ২৫ লক্ষ টাকায় কিনে নেয় কেকেআর।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code