Valentine's Day : কীভাবে বুঝবেন সে আপনাকে ভালোবাসে !
Valentine's Day |
আমাদের অজান্তেই আমরা এমন কিছু করি যা আসলে আমাদের মানসিক আচরণ। যা স্বতস্ফুর্তভাবেই হয়ে যায় এবং বেশিরভাগ ক্ষেত্রেই একই ঘটনা ঘটে থাকে। যেমন ধরুন একটি নতুন কলম দিয়ে কিছু লিখতে বলা হলে ৯৭% মানুষ নিজের নামটাই আগে লিখবে।
[ads id="ads1"]
আজ এমনই একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের কাছে তুলে ধরবো। আপনি যদি প্রেমের (love) সন্ধান করে থাকেন সেক্ষেত্রে আজকের এই বিষয় বেশ কাজের হবে।
[ads id="ads2"]
আপনি কোন মেয়ের সাথে অনেকদিন যাবত কথা বলছেন-কিন্তু বুঝতে পারছেন না, যে সেই মেয়েও কি আপনাকে নিয়ে একই চিন্তা করছে! কি করে জানবেন আপনার প্রিয় মানুষটির মনের কথা ?
কোন মেয়ে (girl) যদি আপনাকে পছন্দ করেন তাহলে আপনার সাথে কথা বলার সময় সে তার চুল নিয়ে খেলা করবে।
2 মন্তব্যসমূহ
🤨🤨🤨
উত্তরমুছুনবাহ
উত্তরমুছুনThank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊