School Reopening: স্কুল খোলা নিয়ে এবার হস্তক্ষেপ হাইকোর্টের, কতদিনে খুলবে স্কুল রাজ্যকে জানাতে নির্দেশ


School Re-opening



স্কুল খোলা নিয়ে এবার হস্তক্ষেপ হাইকোর্টের। কবে খুলবে স্কুল, এনিয়ে জানাতে আজ আদালতের কাছে সময় চাইল রাজ্য। রাজ্য সরকারের আবেদন মঞ্জুর করল কলকাতা হাইকোর্ট।



এদিন মামলার শুনানিতে রাজ্যের তরফে জানান হয়েছে, ‘স্কুল খোলার জন্য আগ্রহী রাজ্য সরকারও। ১৫-১৮ বছর বয়সীদের টিকাকরণ হয়েছে। কিন্তু, ১৫ বছরের নীচে কারও ভ্যাকসিনেশন হয়নি। শিশুদের বিষয়ে আমাদের অতিরিক্ত দায়িত্বশীল হতে হবে। আমরা পাড়ায় শিক্ষালয় প্রকল্প চালু করছি।’



রাজ্য জানিয়েছে, স্কুল খোলার ব্যাপারে বিশেষজ্ঞদের মতামতও নেওয়া হচ্ছে। পরের শুনানি আগামী ১৪ই ফেব্রুয়ারি হবে।


বহুদিন ধরে স্কুলের পঠন পাঠন বন্ধ। মাঝখানে নবম থেকে দ্বাদশের ক্লাস আরম্ভ হয়েও বন্ধ হয়ে যায়। এরপর ফের আরম্ভ হলেও নতুন করে করোনার জেরে এবছরের শুরু থেকেই বন্ধ স্কুল। আর স্কুল খোলার দাবিতে হাইকোর্টে জনস্বার্থ মামলা জমা পড়েছে। 


এদিকে একের পর এক বিরোধী স্কুল খোলা নিয়ে সরব হয়েছেন। রাজ‍্যের বিভিন্ন প্রান্তে স্কুল খোলার দাবিতে সরব হয়েছে অনেকেই। শুরু হয়েছে আন্দোলনও।এআইডিএসও-সহ বেশ কিছু সংগঠন আন্দোলনে নেমেছে। স্কুল খোলার দাবিতে ইতিমধ্যেই শোরগোল পড়েছে সোশ‍্যাল মিডিয়ায়। এছাড়াও দু-দুটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়-সহ রাজ্যের শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে। সব মিলিয়ে স্কুল কলেজ পুনরায় আরম্ভের দাবি জোরালো হচ্ছে। সকলের দাবি, মিটিং, মেলা, খেলা হলে কেন স্কুল খুলবে না?



এর মাঝেই আজ আদালতের কাছে সময় চাইল রাজ্য।


আরও পড়ুনঃ উচ্চমাধ্যমিক নিজের স্কুলেই, কিন্তু মাধ্যমিক ! কি বলছে পর্ষদ !