গুরুতর অসুস্থ প্রবাদপ্রতিম শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়। জানা গেছে গ্রিন করিডোরকরে এসএসকেএম হাসপাতাল নিয়ে আসা হয় তাঁঁকে। উডবার্ন ওয়ার্ডে শিল্পীর চিকিৎসা চলবে। এসএসকেএমে ইতিমধ্যেই বিশিষ্ট শিল্পীর চিকিৎসার জন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে একটি দল গঠন করা হয়েছে। তাঁর চিকিৎসার কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। জানা গেছে, তাঁর আরটিপিসিআর টেস্ট করা হবে। সেজন্য নমুনা সংগ্রহ করা হয়েছে।
সূ্ত্রের খবর, দুটি ফুসফুসেই সংক্রমণ রয়েছে।গতকাল বিকেলের পর সামান্য জ্বর আসে। কয়েকদিন আগে বাথরুমে পড়ে যাওয়ার পর বেশি করে অসুস্থতা হয়। উডবার্ন ব্লকের দোতালায় এক নম্বর কেবিনে ভর্তি করা হয়েছে গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়কে।
প্রসঙ্গত সম্প্রতি কেন্দ্রীয় সরকার সন্ধ্যা মুখোপাধ্যায়কে পদ্ম সম্মান দেওয়ার ঘোষনা দেন। কিন্তু সেই সম্মান নিতে অস্বীকার করেন শিল্পী।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊