Latest News

6/recent/ticker-posts

Ad Code

School Reopen: ১ ফেব্রুয়ারী থেকেই বিদ্যালয়ের দরজা খোলার দাবীতে জোড়ালো আন্দোলনে PTSTEWA

School Reopen: ১ ফেব্রুয়ারী থেকেই বিদ্যালয়ের দরজা খোলার দাবীতে জোড়ালো আন্দোলনে PTSTEWA


School Reopen


আরামবাগ , হুগলিঃ

"পার্ট টাইম স্কুল টিচার্স এন্ড এমপ্লয়িজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, হুগলি জেলা কমিটির পক্ষ থেকে আজ 30শে জানুয়ারি জেলা সভাপতি বাচ্চু মন্ডলের নেতৃত্বে মহামিছিল আরামবাগ বাসস্ট্যান্ড থেকে গৌরহাটিমোড় হয়ে আরামবাগ থানা ও আরামবাগ বয়েজ হাইস্কুল থেকে মহাকুমা শাসকের কার্যালয় পর্যন্ত করা হয়। হুগলি , বর্ধমান ও বাঁকুড়া জেলা থেকে কয়েক শত স্কুল পার্ট টাইম শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষাকর্মী দৃপ্ত কন্ঠে স্লোগান তুলে মিছিলে পথ হাঁটেন।

তাদের দাবী- আগামী পয়লা ফেব্রুয়ারি থেকে সমস্ত স্কুল পার্ট টাইম শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষা কর্মীদের 60 বছর বয়স পর্যন্ত কাজের স্বীকৃতি, মর্যাদা ও স্থায়ীকরণ করতে হবে ।

এই সাথে তাদের আরও দাবী অবিলম্বে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে অফলাইনে পঠন-পাঠন প্রক্রিয়া চালু করতে হবে।

আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি লক্ষীকান্ত মাইতি ও রাজ্য সহ-সভাপতি প্রনবেশ দোলুই , জেলা সভানেত্রী শুভ্রা মন্ডল । উপস্থিত ছিলেন জেলা সহসম্পাদক সুমিত আইচ, মুক্তার আলি খান, সয়ম্বর পন্ডিত, সূর্যনাথ চক্রবর্তী এবং বাঁকুড়া জেলা সভাপতি সুমনদীপ ঘোষ সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ।

রাজ্য সভাপতি লক্ষীকান্ত মাইতি জানান মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে আসন্ন বাজেট অধিবেশনে অতি অবশ্যই স্কুল পার্টটাইম শিক্ষকদের নিয়োগের বিষয়ে অর্থ বরাদ্দ করতে হবে।


একটি মন্তব্য পোস্ট করুন

9 মন্তব্যসমূহ

  1. আসন্ন বাজেট অধিবেশনে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে স্কুল পার্টটাইম শিক্ষকদের স্থায়ীকরণের জন্য অর্থ বরাদ্দ করতে হবে।
    PTSTEWA

    উত্তরমুছুন
  2. আসন্ন বাজেট অধিবেশনে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে স্কুল পার্টটাইম শিক্ষকদের স্থায়ীকরণের জন্য অর্থ বরাদ্দ করতে হবে।
    PTSTEWA

    উত্তরমুছুন
  3. আসন্ন বাজেট অধিবেশনে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে স্কুল পার্টটাইম শিক্ষকদের স্থায়ীকরণের জন্য অর্থ বরাদ্দ করতে হবে।
    PTSTEWA

    উত্তরমুছুন

Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊

Ad Code