Latest News

6/recent/ticker-posts

Ad Code

মহিলাদের ৬ হাজার টাকা দিচ্ছে মোদী GOVT, আবেদন করুন PMMVY

মহিলাদের ৬ হাজার টাকা দিচ্ছে মোদী GOVT, আবেদন করুন PMMVY


PMMVY




কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনায় গর্ভবতী মা এবং সদ্যোজাতদের জন্য ছয় হাজার টাকা করে দিচ্ছে। এই যোজনায় গর্ভবতী মহিলা বা সদ্যজাত মা এদের প্রথম জীবিত সন্তানের জন্মের জন্য 6000 টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে।




এই যোজনাটি বিশেষ করে মহিলাদের জন্য করা হয়েছে। প্রধানমন্ত্রীর এই যোজনা দেশের সমস্ত প্রান্তের গর্ভবতী মহিলা এবং সদ্যোজাত মায়েদের জন্য চালু করে দেওয়া হয়েছে।




এই যোজনায় কোন মহিলা প্রথম বার গর্ভবতী হলে এই আর্থিক সাহায্য পাবে। এই যোজনার দরুন সকল মহিলাদের লাভ হবে। এই যোজনা তে কোন ইনকামের নিয়ম বেঁধে রাখা হয়নি অর্থাৎ প্রত্যেক মহিলায় প্রথমবার গর্ভবতী হওয়ার সময় এই আর্থিক সাহায্য পাবেন। গর্ভবতী মহিলার ব্যাংক একাউন্টে সরাসরি এই টাকা ঢুকে যাবে।



প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনা গর্ভবতী মহিলাদের পুষ্টিকর খাবার এবং স্বাস্থ্যের জন্য তাদের কে এই আর্থিক সাহায্য দেওয়া হবে। এই যোজনার লাভ পেতে হলে নিকটবর্তী কোনো স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে গর্ভবতী মহিলার আধার কার্ড এবং ব্যাংক একাউন্ট নাম্বার জমা দিতে হবে। প্রধানমন্ত্রী মাতৃ যোজনা উপর প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী দ্বারা সরাসরি নজর রাখা হয়।

PMMVY Scheme Implemetation Guidelines

একটি মন্তব্য পোস্ট করুন

7 মন্তব্যসমূহ

Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊

Ad Code