hybrid maize cultivation


অরবিন্দ শর্মা, দিনহাটাঃ 

হাইব্রিড ভুট্টা চাষের (hybrid maize cultivation) একদিনের প্রশিক্ষণ হলো বুড়িরহাট ১ নং গ্রাম পঞ্চায়েতর গতিকচুয়া গ্রামে ।  দিনহাটা ২ নং ব্লকের বুড়ীরহাট এক নং গ্রাম পঞ্চায়েতের গতিকচুয়া গ্রামের সাধন রায়ের  বাড়িতে এক দিনের হাইব্রিড  ভুট্টা চাষের প্রশিক্ষণ অনুষ্ঠিত হলো। 

পঞ্চাশ জন চাষিকে নিয়ে এই প্রশিক্ষণ হয় এ ডি এ দিনহাটা টু (ADA DINHATA-2) এর আয়োজনে। এদিন উপস্থিত ছিলেন দিনহাটা দুইয়ের এ ডি এ শুভাশিস চক্রবর্তী, কে পি এস মিঠুন সরকার,  কৃষক বন্ধু সাধন রায়,ধনেশ্বর বর্মন,সঞ্জয় শর্মা,গনেশ শর্মা,সফর আলী সরকার, মোস্তফ মিঞা প্রমুখ। 

ভুট্টা চাষের কীটনাশক চাষিদের হাতে  তুলে দেওয়া হয়। মধ্যাহ্ন ভোজনের মধ্য দিয়ে প্রশিক্ষনের সমাপ্ত হয়।