Latest News

6/recent/ticker-posts

Ad Code

এবার ভারতে ওমিক্রন চিহ্নিত করবে OmiSure

এবার ভারতে ওমিক্রন চিহ্নিত করবে OmiSure

OmiSure




দিনের পর দিন দেশে সংক্রমণ বাড়ছে ওমিক্রন। ওমিক্রন উদ‍্যোগের মাঝে ঘুরে বেড়াচ্ছে নানাবিধ প্রশ্ন। করোনার এই নতুন ভ্যারিয়েন্ট নিয়ে অনেক প্রশ্ন ঘুরপাকের মধ‍্যেই এবার ভারতে ওমিক্রন চিহ্নিত করবে ওমিশিওর।




ওমিক্রন চিহ্নিত করতে দেশীয় কিট OmiSure কে অনুমোদন দিল ICMR । ২০২১-এর ৩০ ডিসেম্বর এসেছে অনুমোদনের চিঠি। করোনার এই ভেরিয়েন্ট যখন জোরালো উদ্বেগ চলছে তখন ওমিশিওরের অনুমোদন অনেকটা গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।




হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ। এই ঝড়ে চোখ রাঙাচ্ছে মূলত ওমিক্রন। দ্রুত সংক্রমণ ছড়িয়ে দেওয়া এই ভ্যারিয়েন্ট ভাবাচ্ছে চিকিৎসক মহলকেও। এবার জরুরি পরিস্থিতিতে আপনি ওমিক্রন ভ্যারিয়েন্টেই আক্রান্ত কি না, তা জানাতে পারবে ওমিসিওর।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code