Nora Fatehi-এর Dance Meri Rani গানের তালে Kili Paul এর ঝঙ্কু স্টেপ
ভাই Kili Paul এবং বোন Neema Paul এর একাধিক ভিডিও জনপ্রিয়তার শীর্ষ ছুঁয়েছে। গত বছর নভেম্বর মাসে 'রাতান লম্বিয়া' গানে ঠোঁট মিলিয়ে একটি ভিডিও পোস্ট করেছিলেন কিলি ও তাঁর বোন নিমা। শুরুটা এখান থেকেই। এরপর অরিজিৎ সিং, জুবিন নাটিয়াল এর গানে ভিডিও ধারণ করেছেন । আর বলাই বাহুল্য প্রতিটি ভিডিওই মন ছুঁয়ে গেছে।
সম্প্রতি বলিউড হার্ট থ্রব নোরা ফাতেহি তাঁর ইন্সটাগ্রামে কিলির একটি নাচের ভিডিও পোস্ট করেছেন। যেখানে দেখা গেছে নোরার Dance Meri Rani গানের তালে নেচেছেন কিলি।
কিলির সেই নাচ দেখে উচ্ছ্বসিত নোরা 'ঝঙ্কু স্টেপের' প্রশংসা করেছেন।
2 মন্তব্যসমূহ
👍👍
উত্তরমুছুন👍👍
উত্তরমুছুনThank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊