Mouni Roy: গোয়ার সমুদ্রসৈকতে সাতপাক, ভাইরাল গাঁয়ে হলুদের ছবি, ভিডিও
প্রেমিক সুরজ নাম্বিয়ার (Suraj Nambiar) সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন বলিউড অভিনেত্রী মৌনী রায় (mouni roy)। বৃহস্পতিবার গোয়ার (Goa) পাঁচতারা হোটেলে বিয়ের অনুষ্ঠান। আজ ছিলো মৌনীর গায়ে হলুদ।
এদিকে পারিবারিক রীতি মেনে মদনমোহনবাড়িতে পুজো দিয়ে মৌনীর পরিবার চলে গেছেন গোয়াতে। গতকাল মদনমোহনবাড়িতে পুজো দিয়েছেন অভিনেত্রীর মাসতুতো দাদা বিদ্যুৎ রায়সরকার ও তাঁর স্ত্রী ভাস্বতী রায়।
পারিবারিক সূত্রে জানা গিয়েছে মদনমোহনের প্রসাদের সঙ্গে যাচ্ছে কুলের আচার, নলেন গুড়ের সন্দেশ, নারকেল নাড়ু- সবকিছুই মৌনীর প্রীয় । শ্বশুরবাড়িতে দেওয়ার জন্য তত্ত্বের শাড়িও কেনা হয়েছে কোচবিহার থেকেই।
ইতিমধ্যে স্যোসাল মিডিয়ায় ভাইরাল হয়েছে মৌনীর গায়ে হলুদের ছবি, ভিডিও। আনন্দে মেতে উঠেছেন হবু দম্পতী মৌনী-সুরজ।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊