রাজ্যে ইতিমধ্যে জারি হয়েছে কঠোর বিধি নিষেধ। ১৫ জানুয়ারি পর্যন্ত চলবে এই বিধিনিষেধ, পরবর্তিতে পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। এদিকে হুহু করে সংক্রমণের সংখ্যা বৃদ্ধি পেয়েই চলছে।
৩ জানুয়ারি কোচবিহার জেলায় একাধিক স্থানে মাইক্রো কন্টেইনমেন্ট জোন হিসাবে ঘোষণা করা হয়েছে। তুফানগঞ্জ শহরের ৯ নাম্বার ওয়ার্ডে, কোচবিহার শহরের খাগড়াবাড়ি, টাকারগাছ, রাজারহাট, ওয়ার্ড নাম্বার ২, ৯,১০,১১,১২, ৭, ১৮, ১৯, দিনহাটার সাহেবগঞ্জ বাজার এলাকা সহ বিভিন্ন স্থানে মাইক্রো কন্টেনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে।
কোচবিহার জেলায় একাধিক স্থানে মাইক্রো কন্টেইনমেন্ট জোন pic.twitter.com/TcfQVYdZOX
— SangbadEkalavya (@sangbadekalavya) January 4, 2022
5 মন্তব্যসমূহ
খুব সাবধানে
উত্তরমুছুনGood news
উত্তরমুছুনসবাই সাবধানে থাকবেন সুস্থ থাকবেন
উত্তরমুছুনgood news
উত্তরমুছুনসাবধানে থাকুন সুস্থ থাকুন
উত্তরমুছুনThank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊