Breaking

Post Top Ad

শনিবার, জানুয়ারী ০৮, ২০২২

Madhyamik 2022 : বিনামূল্যে Test Paper, বিজ্ঞপ্তি পর্ষদের

Madhyamik Test Papers 2021-2022


আগামী মার্চ থেকে ২০২২ এর মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার কথা। আর তার আগেই মাধ্যমিক (Madhyamik 2022) পরীক্ষার্থীদের জন্য মধ্যশিক্ষা পর্ষদ প্রকাশ করছে মাধ্যমিক টেস্ট পেপার (Madhyamik Test Papers 2021-2022)  


পরীক্ষার্থীদের সুবিধার্থেই স্কুল মারফত জানুয়ারি মাসের মাঝামাঝির মধ্যেই রাজ্যের মাধ্যমিক পরীক্ষার্থীরা টেস্ট পেপার পেয়ে যাবে বিনামূল্যে। এই বিষয়ে গত ৫ জানুয়ারি এক বিজ্ঞপ্তি জারি করেছে পর্ষদ। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে মাধ্যমিক পরিক্ষার্থীদের জন্য টেস্ট পেপার প্রকাশ করেছে পর্ষদ (Test Paper For Madhyamik Pariksha 2022)।

পর্ষদ প্রতিটি জেলার বিদ্যালয় পরিদর্শককে এই মর্মে জানিয়েছে যে টেস্ট পেপার সংগ্রহ করে প্রতিটি বিদ্যালয়ে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে ।  


মূলত ছাত্র-ছাত্রীরা মাধ্যমিক পরীক্ষার আগে যাতে যাতে আরও ভালো করে প্রস্তুতি নিতে পারে তার জন্যই এই টেস্ট পেপার তৈরি পর্ষদের তরফে। এই টেস্ট পেপারে একদিকে যেমন বিভিন্ন স্কুলের প্রশ্নপত্র থাকবে তেমনই পরীক্ষার প্রস্তুতির জন্য কিভাবে তৈরি হতে হবে তার নির্দিষ্ট কিছু পরামর্শ দেওয়া থাকবে বলেই সূত্রের খবর। 

পাশাপাশি কীভাবে করোনা বিধি মেনে পরীক্ষা নেওয়া হবে তারও বিস্তারিত গাইডলাইন দেওয়া থাকবে টেস্ট পেপারে বলে জানা গিয়েছে। 

১১টি মন্তব্য:

Post Top Ad