Latest News

6/recent/ticker-posts

Ad Code

Madhyamik 2022 : উচ্চমাধ্যমিক নিজের স্কুলেই, কিন্তু মাধ্যমিক ! কি বলছে পর্ষদ !

উচ্চমাধ্যমিক নিজের স্কুলেই, কিন্তু মাধ্যমিক ! কি বলছে পর্ষদ !

Madhyamik 2022





ওমিক্রন সংক্রমণ এড়াতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা যদি ‘হোম সেন্টার’ বা পড়ুয়াদের নিজের নিজের স্কুলে নেওয়া যেতে পারে, তবে একই ভাবে মাধ্যমিক (madhyamik) ‘হোম সেন্টার’ বা পড়ুয়াদের নিজের নিজের স্কুলে হতে পারে না কেন?


এই প্রশ্ন এখন মাধ্যমিক (madhyamik) পরীক্ষার্থী থেকে অভিভাবকদের মধ্যে ক্রমশ জোড়ালো হয়ে উঠেছে। তবে মধ্যশিক্ষা পর্ষদের বক্তব্য, প্রত্যন্ত এলাকায় এমন অনেক স্কুল আছে, যেখানে ওই পরীক্ষার পরিকাঠামো গড়ে তোলা মুশকিল।


কিন্তু পরীক্ষা যত এগিয়ে আসছে, মাধ্যমিক পরীক্ষাও নিজের নিজের স্কুলে নেওয়ার জোরদার দাবি তুলছেন পরীক্ষার্থী থেকে অভিভাবক এমনকি শিক্ষক-শিক্ষিকাদেরও একাংশ। তাঁদের দাবি, জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক। উচ্চ মাধ্যমিক যদি হোম সেন্টারে হয়, মাধ্যমিক পরীক্ষাও নিতে হবে একই পদ্ধতিতে।


এই দাবিতে ইতিমধ্যে পর্ষদ এবং শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে চিঠিও দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।


আনন্দবাজার পত্রিকা সূত্রে জানা গিয়েছে "মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় জানান, হোম সেন্টারে মাধ্যমিক পরীক্ষা নেওয়া অসম্ভব। কারণ, সব স্কুলের পরিকাঠামো সমান নয়। এমন অনেক স্কুল আছে, যেখানে পৌঁছতে হলে দু’টি নদী পেরোতে হয়। গ্রামাঞ্চলের দুর্গম এলাকায় সেই সব স্কুলে মাধ্যমিক পরীক্ষা নেওয়ার পরিকাঠামো তৈরি করা খুবই কঠিন।"


প্রসঙ্গত আগামী ৭ মার্চ শুরু হবে মাধ্যমিক পরীক্ষা। এখন দেখার মাধ্যমিক পরীক্ষাও কি উচ্চমাধ্যমিকের মতন 'হোম সেন্টারে' নেওয়া হবে কিনা।

একটি মন্তব্য পোস্ট করুন

18 মন্তব্যসমূহ

  1. Home center gulote ki covid pouchote parbe na..
    Mone hocche home center gulote Laxman rekha banano thakbe.. covid sei rekha perolei dhongso hoye jabe .. hai re logic 🤗🤗

    উত্তরমুছুন
  2. সব কিছুই যদি চলতে পারে তাহলে স্কুল কলেজ বন্ধ কেনো

    উত্তরমুছুন
  3. স্কুল কলেজে করোনা
    হায় রে পশ্চিমবঙ্গ সরকার 😀

    উত্তরমুছুন

Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊

Ad Code