কোচবিহার M.J.N. মেডিকেল কলেজ ও হাসপাতালের ডায়ালিসিস বিভাগে আগুন, পরিস্থিতি নিয়ন্ত্রণে

কোচবিহার M.J.N. মেডিকেল কলেজ ও হাসপাতালের ডায়ালিসিস বিভাগে আগুন, পরিস্থিতি নিয়ন্ত্রণে 

কোচবিহার M.J.N. মেডিকেল কলেজ


অরবিন্দ শর্মা ও রাহুল দেব বর্মন, সংবাদ একলব্যঃ 
কোচবিহার M.J.N. মেডিকেল কলেজ ও হাসপাতালের (Cooch Behar M.J.N. Medical colleges and hospitals) ডায়ালিসিস বিভাগে শীততাপ নিয়ন্ত্রিত মেশিন থেকে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।


হঠাৎ ডায়ালাইসিস বিভাগে আগুন দেখতে পান সেখানে কর্তব্যরত কর্মীরা। তড়িঘড়ি সেই আগুন নেভানোর কাজ চালানোর পাশাপাশি দ্রুত সেখান থেকে রোগীদের সরিয়ে নিয়ে যাওয়ার বন্দোবস্ত শুরু করে দেন।


হাসপাতালে কর্মীরাই দ্রুত সেই আগুন নিভিয়ে ফেলেন ও তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকল কেন্দ্রে। সেখান থেকে একটি ইঞ্জিন হাসপাতালে ছুটে আসে। যদিও দমকল আসার আগেই সেই আগুন নিভিয়ে ফেলা হয় বলে জানা গেছে।






কোচবিহার MJN মেডিকেল কলেজ ও হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পার্থ প্রতিম রায় বলেছেন- "কোচবিহার এম.জে.এন মেডিকেল কলেজ ও হাসপাতালের ডায়ালিসিস ইউনিটের একটি এ.সি মেশিন থেকে আগুনের ধোঁয়া বেরোয়। আমাদের হাসপাতালের কর্মীরাই হাসপাতালের ফায়ার এক্সটিংগুইশার দিয়ে তা সংগে সংগেই নিভিয়ে দেয়। বর্তমানে পরিস্থিতি একদম স্বাভাবিক। কিছুক্ষণ বাদেই ডায়ালিসিস ইউনিটে আবারও রোগীদের ডায়ালিসিস শুরুকরা হবে।"


এ ঘটনায় কোন রকম হতাহতের খবর নেই বলেও হাসপাতাল সূত্রে জানা যায়।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ