শুরু হচ্ছে কোভিডের Precaution Dose - যারা প্রথম সারীর করোনা যোদ্ধা বা কর্মী ( Front Line Worker) তাঁদের জন্যই প্রথম এবং প্রবীণ নাগরিকদের জন্যই প্রাথমিক অবস্থায় শুরু হচ্ছে এই বুস্টার ডোজ ।
যে সমস্ত সরকারি কর্মচারি, শিক্ষক-শিক্ষিকা-শিক্ষাকর্মী গত বিধানসভা ভোটের আগে বা পরে ভোটকর্মী হিসাবে করোনা ভ্যাক্সিনেশন পেয়েছিলেন ' Frontline Worker' হিসাবে , তারা এখন সকলেই প্রিকশন ডোজ বা বুস্টার ডোজ পাবেন । কো-উইন অ্যাপে তাদের নামের পাশে 'FLW' ( Front Line Worker) হিসাবে দেখানো হচ্ছে ।
তবে এক্ষেত্রে দ্বিতীয় ডোজের পর কমপক্ষে ৩৯ সপ্তাহ পর থেকে Precaution Dose নেবার ডিউ ডেট দেখানো হচ্ছে । দ্বিতীয় ভ্যাকসিন নেওয়ার নির্দিষ্ট দিনের পরই এই বুস্টার ডোজ পাওয়া যাবে ।
Precaution Dose এর জন্য নতুন করে কোন রেজিস্ট্রেশন করতে হবে না। দ্বিতীয় ভ্যাকসিনের সার্টিফিকেট বা রিজিস্টার মোবাইল নাম্বার বা আধার নাম্বার সাথে নিয়ে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে গেলেই মিলবে করোনা ভ্যাকসিনের Precaution Dose।
আপনার নামের পাশে FLW দেখাচ্ছে কিনা তা দেখতে নীচের লিঙ্কে গিয়ে লগইন করুন- Book Your Slot
Nice ..but school to bondho🤗
ReplyDeletegood news
ReplyDeleteGood news
ReplyDelete👍👍
ReplyDeleteGood news
ReplyDelete
ReplyDeleteAmmunitionszone of exceptional quality. All weaponry, including assault weapons, black powder pistols, pistols, frontier bullets
muzzleloaders, shotguns, rifles, and starter pistols, are listed or purchased on Amazon.