মাসিক বেতন 21 হাজার টাকা সহ একাধিক দাবীতে বিক্ষোভ মিছিল পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের (West Bengal Asha Workers Union) 

West Bengal Asha Workers Union


পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের পক্ষ থেকে জলপাইগুড়ি ডিএম অফিসে বিক্ষোভ দেখান হয়। এদিন চোদ্দো দফা  দাবি জানিয়ে তাদের এই বিক্ষোভ কর্মসূচি  বলে তারা জানান। 

এ বিষয়ে আশা কর্মীরা জানান তাদের ন্যূনতম মাসিক বেতন 21 হাজার টাকা করতে হবে এছাড়াও যদি কোন আশা কর্মী করোনা আক্রান্ত হয় সেক্ষেত্রে তাদের এক লক্ষ টাকা করে দিতে হবে এবং অস্থায়ী আশা কর্মীদের স্থায়ীকরণ করতে হবে, আশা কর্মীদের সরকারি স্বাস্থ্য কর্মী হিসেবে স্বীকৃতি দিতে হবে  - প্রভৃতি দাবি নিয়ে জেলাশাসক দপ্তরের সামনে বিক্ষোভ দেখালেন আশা কর্মী ইউনিয়নের সদস্য। 

শুক্রবার জলপাইগুড়ি টাউন স্টেশন থেকে তাদের এই বিক্ষোভ আন্দোলন শুরু হয় এবং তারপর তারা জেলাশাসকের দপ্তরে এসে বিক্ষোভ দেখান। 

এদিন তারা আরো বলেন তাদের প্যাকেজ প্রথা বন্ধ করে মাসিক বেতন 21 হাজার টাকা করতে হবে। এ বিষয়ে রাজ্য কমিটির সদস্য কমিটি র সদস্য রানি বোস বলেন -তাদের বকায়া বেতন দিতে হবে  অস্থায়ী আশা কর্মীদের স্থায়ীকরণ করতে হবে, আশা কর্মীদের সরকারি স্বাস্থ্য কর্মী হিসেবে স্বীকৃতি দিতে হবে যদি তাদের এই চোদ্দো দফা দাবি না মানা হয় তবে তারা আগামীদিনে আরও বৃহত্তর আন্দোলনে সামিল হবেন।