ট্রেনে ও রেলস্টেশনে হকারি করা নিয়ে শাসকদলের দুই গোষ্ঠীর বিবাদ
সঞ্জিত কুড়ি পূর্ব বর্ধমান সদর :-
ট্রেনে ও রেলস্টেশনে হকারি করা নিয়ে শাসকদলের দুই গোষ্ঠীর বিবাদ ঘিরে চাঞ্চল্য বর্ধমান স্টেশনে।একপক্ষের অভিযোগ অন্য পক্ষের আক্রমণে তাদের দুই কর্মী আহত হয়েছেন।
বর্ধমান স্টেশনে হকারদের নিয়ন্ত্রণ করতেন আই এন টি টি ইউ সি র প্রাক্তন পূর্ব বর্ধমান জেলা সভাপতি ইফতিকার আহমেদ। লকডাউনের জেরে হকাররা প্রায় সকলেই বসে ছিলেন। সম্প্রতি তারা কাজ শুরু করেছেন।
ইফতিকারের অনুগামীদের অভিযোগ ; কোনো নিয়ম না মেনে বেশ কয়েকজন হকারকে হকারি ও ট্রেনে চাঁদা আদায়ের বরাত দিয়েছ শেখ ইন্সান ও শেখ নওশাদের গোষ্ঠী। এতে টাকা পয়সার লেনদেন হচ্ছে বলেও তাদের দাবি।তাদের আরো অভিযোগ ; বিপক্ষে থাকা গোষ্ঠী তাদের দুই কর্মীকে মারধর করেছে।
এর প্রতিবাদে আজ বর্ধমান স্টেশনে মিছিল ও বিক্ষোভ করেন তাঁরা। তাদের দাবি; হামলাকারীরা প্রাক্তন কাউন্সিলর মহম্মদ আলির অনুগামী। যদিও এই নিয়ে মহম্মদ আলি বা পাপ্পু আহমেদ কিছু বলতে চাননি।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊