প্যারা ন্যাশনাল ব্যাডমিন্টন টুর্নামেন্ট খেলতে যাচ্ছে ধূপগুড়ির কৃষ দে




প্যারা ন্যাশনাল ব্যাডমিন্টন টুর্নামেন্ট খেলতে যাচ্ছে ধূপগুড়ির কৃষ দে। ধূপগুড়ি নবজীবন সংঘ ব্যাডমিন্টন একাডেমির ছাত্র কৃষ। আগামী ২৪ শে ডিসেম্বর থেকে ওড়িশার ভুবনেশ্বরে এই টুর্নামেন্ট শুরু হতে যাচ্ছে। বিশেষভাবে সক্ষম কৃষ ধূপগুড়ি সুকান্ত মহাবিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ছাত্র। বাবা কমল দে পান ব্যবসায়ী। ছেলে এতো বড় টুর্নামেন্ট খেলার যোগ্যতা অর্জন করেছে এতে খুশি তিনি। 



তবে এই খুশির মাঝেই দুশ্চিন্তার ভাঁজ তার কপালে। কেননা পেড়া ন্যাশনাল ব্যাডমিন্টন টুর্নামেন্ট খেলতে যাওয়ার খরচ অনেকটা। ছেলের এই খেলার খরচ কিভাবে তুলবেন সেটা ভেবেই কূলকিনারা পাচ্ছেন না তিনি। যদিও ব্যাডমিন্টন একাডেমি তরফ থেকে কিছুটা সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়েছে। তবে সেই আর্থিক সাহায্য যথেষ্ট নয়। ধূপগুড়ি থেকে এর আগে এত বড় টুর্নামেন্ট খেলতে কেউ যায়নি। কৃষকে নিয়ে আশাবাদী 



তার কোচ প্রণব সরকার। তবে সবকিছুর পথে বাধা হয়ে দাঁড়িয়েছে আর্থিক প্রতিবন্ধকতা। তবে কৃষ কিন্তু এখন টুর্নামেন্ট খেলতে যাওয়ার অনিশ্চয়তাকে সঙ্গী করেই দিনরাত এক করে প্র্যাকটিসে ঘাম ঝড়াচ্ছে।