লক্ষ্মীর ভান্ডারের আদলেই গৃহলক্ষ্মী স্কিম, মহিলারা মাসে পাবেন পাঁচ হাজার, প্রতিশ্রুতি তৃণমূলের
লক্ষ্মীর ভান্ডারের আদলেই গৃহলক্ষ্মী স্কিম ক্ষমতায় এলেই গোয়াতেও চালু করবে তৃনমূল। তৃণমূলের তরফে আনুষ্ঠানিক ভাবেই এই ঘোষণা করে দেওয়া হল৷ একুশের নির্বাচনের আগে বাংলায় ক্ষমতায় এলে মহিলাদের মাসে পাঁচশো টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল তৃনমূল। আর সেই মতোই ক্ষমতায় আসার পর শুরু হয়ে গিয়েছি লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। এবার গোয়াতেও একই প্রতিশ্রুতি তৃণমূলের। তবে এক্ষেত্রে একটু আলাদা।
তৃণমূলের ঘোষণা অনুযায়ী, ক্ষমতায় এলে গোয়ায় পরিবার পিছু একজন করে মহিলা মাসিক পাঁচ হাজার টাকা করে ভাতা পাবেন৷ ক্ষমতায় আসার একশো দিনের মধ্যে তৃণমূল এই প্রকল্প বাস্তবায়িত করবে বলে প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে৷
গোয়ার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ট্যুইটারে জানানো হয়েছে, 'প্রতি মাসে গোয়ার প্রত্যেক পরিবারকে নিশ্চিত আর্থিক সমর্থনের জন্য গৃহলক্ষ্মী কার্ড নিয়ে আসা হল৷ এই প্রকল্পে প্রত্যেক পরিবারের একজন করে মহিলার অ্যাকাউন্টে মাসিক পাঁচ হাজার টাকা (বছরে ৬০ হাজার) সরাসরি পাঠিয়ে পাঠিয়ে দেওয়া হবে৷'
গোয়ায় মাত্র দু' মাসের মধ্যে সাড়া ফেলে দিয়েছে তৃনমূল। কংগ্রেস ছেড়ে লুইজিনহো ফেলেইরো সহ বহু নেতাকর্মী তৃণমূলে যোগ দিয়েছেন৷ স্থানীয় দল এমজেপি-র সঙ্গে জোটও বেঁধে ফেলেছে তারা৷ একবার গোয়া সফরের পর আগামী ১৩ তারিখ ফের গোয়া সফরে যাবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
5 মন্তব্যসমূহ
Wow great
উত্তরমুছুনgood 👍
উত্তরমুছুনwow
উত্তরমুছুনGood news
উত্তরমুছুনGood news
উত্তরমুছুনThank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊