মাধ্যমিক টেস্ট পরীক্ষা বাতিলের দাবিতে বিক্ষোভ শিক্ষার্থীদের
করোনা অবহে অনেকদিন রাজ্যের বিদ্যালয় গুলো পঠন পাঠন বন্ধ ছিল। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী করোনা বিধি মেনে বিদ্যালয়গুলো খোলার তোরজোর শুরু করার একটা উদ্যোগ গ্রহণ করা হয়। স্কুল খোলার কয়েকদিন পরেই স্কুলগুলিতে নোটিশ দেওয়া হয় মাধ্যমিক টেস্ট পরীক্ষার। আর এতেই যত বিপত্তি।
ছাত্র-ছাত্রীদের একাংশের দাবি তারা দীর্ঘদিন পড়াশোনা ঠিকমতো না করার ফলে টেস্ট পরীক্ষা ছাড়াই মাধ্যমিক পরীক্ষায় বসার দাবি জানান। জলপাইগুড়ি ডি আই অফিস ঘেরাও থেকে শুরু করে রাস্তা অবরোধ কোন কিছুতেই হার মানতে নারাজ ছাত্রছাত্রীরা। এদিন জলপাইগুড়ি জেলার শহরে একাংশ ছাত্র-ছাত্রী তারা রাস্তা অবরোধ করে বসেন। তাদের একটাই দাবি মাধ্যমিকের টেস্ট পরীক্ষা ছাড়াই বোর্ডের পরীক্ষায় বসতে দিতে হবে।
দীর্ঘক্ষন রাস্তা বন্ধ থাকার ফলে শহরের কিছু এলাকায় যানজটের সৃষ্টি হয়। নাজেহাল পথচলতি সাধারণ মানুষ। তবে এই বিষয়ে সোনাউল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান আমাদের স্কুলের 252 জন ছাত্র-ছাত্রী দশম শ্রেণীর। কিন্তু রাস্তা অবরোধ কিছু সংখ্যক ছাত্র-ছাত্রী এসেছেন। কাজেই এই বিষয়ে এখন পর্যন্ত সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব নয় পরবর্তীতে ভেবে দেখা হবে।
এরই পাশাপাশি বেলাকোবা গার্লস স্কুলের ছাত্রীরাও একই দাবীতে বিক্ষোভ সমাবেশে সামিল হন এদিন।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊