শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ‍্যমে মেডিক‍্যাল কলেজে কাজ করার সুযোগ




মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ডেটা এন্ট্রি অপারেটর ও কো-অর্ডিনেটর পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। যোগ্য ও আগ্রহী প্রার্থীরা অফিশিয়াল ওয়েবসাইট www.malda.gov.in এ গিয়ে আবেদন করতে পারেন।

শূন‍্যপদ:

ডেটা এন্ট্রি অপারেটর : ১

কো-অর্ডিনেটর : ১

শিক্ষাগত যোগ্যতা-




কো-অর্ডিনেটর: হেলথ কেয়ার ম্যানেজমেন্টে বা হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা বা ডিগ্রি এছাড়াও কম্পিউটার অ্যাপ্লিকেশন ও এমএস অফিস জানতে হবে চাকরিপ্রার্থীদের।

অভিজ্ঞতা- এই পদে আবেদনের জন্য চাকরিপ্রার্থীদের ২ বছরের সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।




ডেটা এন্ট্রি অপারেটর- কম্পিউটার অ্যাপ্লিকেশনে এক বছরের ডিপ্লোমা বা সার্টিফিকেট কোর্স এছাড়াও এমএস অফিস সুট, ইমেল বা ইন্টারনেট সম্পর্কে জ্ঞান থাকতে হবে আবেদনকারীর।

অভিজ্ঞতা-এই ক্ষেত্র আবেদনকারীকে সরকারি সেক্টর হলে ৩ বছর ও বেসরকারি ক্ষেত্র হলে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা: ২১-৪০ বছর।




চাকরিপ্রার্থীদের উপযুক্ত শিক্ষাগত যোগ্যতা, বয়স, কাস্ট সার্টিফিকেট ছাড়াও অভিজ্ঞতার প্রমাণপত্র নিয়ে Principal Office, 1st Floor, Academic Building, Malda Medical College, Malda-র ঠিকানায় সরাসরি ইন্টারভিউয়ের জন্য যেতে হবে।

আগামী ১৪ ডিসেম্বর সকাল ১১টায় কো-অর্ডিনেটরদের ইন্টারভিউ। ১৫ ডিসেম্বর সকাল ১১টার মধ্যে রিপোর্ট করতে হবে ডেটা এন্ট্রি অপারেটরদের।