বেকার যুবক-যুবতীদের আমার কর্ম দিশা এপ্লিকেশনে নাম নথিভূক্তিকরণ কর্মসূচি পালিত হল গঙ্গাজলঘাঁটি ব্লকে। 





রঞ্জিত ঘোষ, বাঁকুড়া,৩ ডিসেম্বর:-


এলাকার বেকার যুবক -যুবতীদের কর্মমুখী প্রশিক্ষণের মাধ্যমে এবং তাদের স্বনির্ভর করে তুলতে 'আমার কর্ম দিশা' এপ্লিকেশনে নাম নথিিভূক্তি করণ কর্মসূচি পালন করা হল গঙ্গাজলঘাঁটি ব্লকে।




শুক্রবার গঙ্গাজলঘাঁটি সমষ্টি উন্নয়ন আধিকারিকের করণের মিটিং হলে এই কর্মসূচিটির পালন করা হয় । বর্তমানে বেকার সমস্যা দূরীকরণে কেন্দ্র এবং রাজ্য সরকারের একাধিক উন্নয়ন মূলক পরিকল্পনা রয়েছে । তার মধ্যে একটি হল রাজ্য সরকারের অধীনস্থ উত্কর্ষ বাংলা পরিকল্পনা । পশ্চিমবঙ্গ সরকারের তরফে সারা রাজ্যের বেকার যুবক-যুবতীদেরকে কারিগরি দক্ষতা উন্নয়নের প্রশিক্ষণ দিয়ে ব্যাপক হারে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে 'পশ্চিমবঙ্গ সোসাইটি ফর স্কিল ডেভেলপমেন্ট (PBSSD) এর ব্যবস্থাপনায় ২০১৬সালের ১৬ ফেব্রুয়ারি চালু করা হয় 'উত্কর্ষ বাংলা' পোর্টাল । আর এই উত্কর্ষ বাংলা পোর্টালের অধীনে রয়েছে আমার কর্মদিশা নামক এপ্লিকেশনটি। 



এর মাধ‍্যমে রাজ্যের বেকার যুবক-যুবতীরা নিজেদের নাম নথিভুক্তি করণের মাধ্যমে শিল্প সহায়ক এবং কর্মমুখী প্রশিক্ষণ নিয়ে নিজেদের সাবলম্বী করে তুলতে পারে । সেই মতো শুক্রবার বাঁকুড়ার গঙ্গাজলঘাঁটি ব্লকেও নাম নথিভুক্ত করণের কর্মসূচি পালন কারা হয় । এর পাশাপাশি ব্লকে আগত এলাকার বেকার যুবক-যুবতীদের উত্কর্ষ বাংলার অধীনস্ত আমার কর্মদিশা এপ্লিকেশনটি সম্বন্ধে হাতে কলমে প্রশিক্ষণের মাধ্যমে একটি সুস্পষ্ট ধারণা দেওয়া এবং এর কার্যকারিতা সম্পর্কে অবগত করা হয় ।