‘দশ দিগন্ত কলকাতা’ - পৌরসভা ভোটের ইস্তেহারে চমক তৃণমূলের





ইতিমধ‍্যে ঘন্টা বেজে কলকাতা পুরসভা নির্বাচনের। চলছে জোর কদমে প্রচার। এর মাঝেই আজ ইস্তেহার প্রকাশ করলো রাজ‍্য শাসক দল তৃণমূল কংগ্রেস। নাগরিক পরিষেবার উন্নতির দশদিক মাথায় রেখে কলকাতা পুরভোটের ইস্তেহার প্রকাশ আর তাতেই রয়েছে চমক।



তৃণমূলের ইস্তেহার:

কোথাও সমস্যা হলে দ্রুত সুরাহা করার চেষ্টায় পাড়ায় পাড়ায় তৈরি হবে ‘নিষ্পত্তি সেল’।

নিকাশি ব্যবস্থার উন্নতিতে আরও ২০০ টি পাম্প

পরিশ্রুত পানীয় জল সরবরাহে জোর

৩০ টি ডেঙ্গু নিয়ন্ত্রণে স্বাস্থ্য সেন্টার

স্বাস্থ্যকেন্দ্রগুলি ২৪ ঘণ্টা খোলা রাখার ব্যবস্থা

জন্ম-মৃত্যুর শংসাপত্র মিলবে সম্পূর্ণ অনলাইনে

নাইট শেল্টার বাড়িয়ে ১২টি করার উদ্যোগ নেওয়া হবে

কলকাতার পার্ক, বাজারহাট পরিচ্ছন্নতায় জোর



কলকাতা পুরসভার ১৪৪টি ওয়ার্ডের তৃণমূলের প্রার্থীদের উপস্থিতিতে হয় ইস্তেহার প্রকাশ। ইস্তেহার প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ‍্যায় ও সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ও।



তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ‍্যায় বলেন, "১৪৪ টি ওয়ার্ডেই আমরা জিতব। কোথায় কোথায় আমাদের দুর্বলতা রয়েছে, কোথায় কাজ বাকি, সেদিকে আরও বেশি করে নজর দিতে হবে। যাঁরা নির্বাচিত হবেন, তাঁরা মনে রাখবেন, যেন সারাবছর এলাকায় আপনাদের দেখা যায়।"



সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, ”আত্মতুষ্টি নয়, সকলে একত্রিত হয়ে নির্বাচনী লড়াইয়ে নামুন।”