চিটফান্ড কাণ্ডে বর্ধমান পৌরসভার চেয়ার পার্সন প্রণব চ্যাটার্জীকে গ্রেফতার করল CBI





পূর্ব বর্ধমান:- রাজ্য ব্যাপী অবৈধকারী অর্থলগ্নী সংস্থা মাথাচাড়া দিয়ে ছিলো ,যার নাম ছিলো সানমার্গ । সম্ভবত ২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত এই চিটফান্ড সংস্থা কায়েম করেছিলো রাজ্য তথা জেলা জুড়ে। হঠাৎই এই সংস্থা সাধারণ মানুষের জমা টাকা অর্থাৎ কয়েকশো কোটি টাকা নিয়ে চম্মপট দেয় করকর্তারা।



উলেখ্য: জানা যায় অর্থলগ্নী এই চিটফান্ড কোম্পানি বর্ধমান শহরের তেলমারুই পাড়া এলাকার সেই সময়ের আইনজীবী বর্তমান বর্ধমান পৌরসভার চেয়ার পার্সন প্রণব চ্যাটার্জীর বাড়িতে অফিস ভাড়া ছিলেন। সেই মোতাবেক CBI প্রতিনিধি দল আজ প্রণব বাবুর বাড়িতে আসেন এবং বাড়ির চারিদিক ঘুরে দেখেন।



প্রণব চ্যাটার্জীর স্ত্রী রেখা চ্যাটার্জী জানান,CBI টিম এসে বাড়িটি ঘুরে দেখেন এবং কিছু জিজ্ঞাসাবাদ করে চলে যান।



কার্যতঃ বর্ধমান পৌরসভার চেয়ার পার্সন প্রণব চ্যাটার্জী অর্থলগ্নি সংস্থার সঙ্গে যুক্ত থাকায় CBI গ্রেফতার করেছে।



এই ঘটনায় জেলাজুড়ে ছড়িয়েছে ব্যাপক চাঞ্চল্য। সব মিলিয়ে পুরভোটের আগেই বর্ধমানের রাজনীতিতে নতুন মোড়। এই বিষয়ে বিরোধীরা কি পদক্ষেপ গ্রহণ করেন সেটি দেখার।