সামনেই বড়োদিন, কিন্তু কেনাবেচা নেই, চিন্তায় ব‍্যবসায়ীরা 



জলপাইগুড়ি, জয়ন্ত বর্মন 


সামনেই খ্রিষ্টান ধর্মের মানুষদের শ্রেষ্ঠ উৎসব বড়োদিন।তার আগে বিভিন্ন দোকানে বিক্রি হচ্ছে বড়োদিনের নানান সামগ্রী। ক্রিসমাস টুপি,ক্রিসমাস ট্রি,পুতুল,স্টার সহ নানান ধরণের কেক নিয়ে দোকানে পসরা লাগিয়েছে ব্যাবসায়ীরা।তবে এখনো সেভাবে বিক্রি শুরু না হওয়ায় কিছুটা হলেও চিন্তায় রয়েছে ব্যাবসায়ীরা।



বড়োদিনে খ্রিস্টান ধর্মের মানুষেরা বিভিন্ন স্টার,ক্রিসমাস ট্রি সহ বিভিন্ন ধরনের আলোর রোশনায় তাদের বাড়ি সাজিয়ে তোলে।ছোটদের মাথায় থাকে লাল সাদা রঙ্গের ক্রিসমাস টুপি,ছোট শান্তাক্লসের পুতুল ইত্যাদি।বিভিন্ন গির্জাকে ওই দিন সাজিয়ে তোলা হয়।মানুষকে খাওয়ানো হয় কেক।স্বাভাবিক ভাবেই বড়োদিনে চাহিদা থাকে ওই সমস্ত সামগ্রীর।আর এই চাহিদাকে কাজে লাগিয়ে লাভের আশায় বড়োদিনের বিভিন্ন ধরনের সামগ্রী নিয়ে দোকান লাগিয়েছেন।



চালসার এক ব্যবসায়ী তুষার দাস বলেন,বড়োদিন উপলক্ষে নানান সামগ্রী আনা হয়েছে।তবে এখনো সেভাবে বিক্রি হচ্ছে না।তবে ব্যাবসায়ীদের আশা বড়োদিনের আগে ভালোই ব্যাবসা হবে।