দীর্ঘদিন থেকে তালাবন্ধ অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি, দ্রুত খোলার দাবীতে অবস্থান বিক্ষোভ কর্মীদের  

অঙ্গনওয়াড়ি



রামকৃষ্ণ চ্যাটার্জী, আসানসোল: করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন ধরে বন্ধ থাকার পর গত ১৬ ই নভেম্বর থেকে রাজ্যে চালু হয়েছে স্কুল কলেজ। আর স্কুল কলেজ চালু হলেও অঙ্গনওইয়াড়ি চালু করা হয়নি। 

আর এদিন অঙ্গনওয়াড়ি চালু করার দাবিতে ওয়েস্টবেঙ্গল অঙ্গনারী ওয়ার্কার এন্ড হেল্পারস ইউনিয়নের (West Bengal Anganari Workers and Helpers Union) উদ্যোগে আসানসোলের রবীন্দ্রভবনের সামনে অবস্থান বিক্ষোভ করলো।

শুক্রবার এই অবস্থান বিক্ষোভ করা হয়েছে ও জানা গিয়েছে দীর্ঘদিন ধরে পশ্চিম বর্ধমানের সমস্ত অঙ্গনওয়াড়ি সেন্টার গুলো বন্ধ রয়েছে। এরফলে শিশুরা খাবার খেতে পাচ্ছেন না। তাই অবিলম্বে জেলার সমস্ত অঙ্গনওয়াড়ি সেন্টার গুলো চালু করতে হবে এবং শিশুদের পুষ্টিকর খাবার দিতে হবে। শুক্রবার  আসানসোলের রবীন্দ্রভবনের সামনে অবস্থান বিক্ষোভ দেখানো হয়েছে।

বিক্ষোভ শেষে ওয়েস্টবেঙ্গল অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এন্ড হেল্পারস ইউনিয়নের পক্ষ থেকে পশ্চিম বর্ধমানের জেলাশাসকের অফিসে স্মারকলিপি ও প্রদান করা হয়।