উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা সংসদের
১৬ নভেম্বর দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের স্কুলে গিয়ে ক্লাস শুরু হয়েছে। ইতিমধ্যে উচ্চ মাধ্যমিকের সূচির ঘোষণা করেছে সংসদ। আগামী বছর ২ এপ্রিল থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। চলবে আগামী ২০ এপ্রিল পর্যন্ত। তার আগে ১৪ই ডিসেম্বর থেকে শুরু হচ্ছে টেস্ট পরীক্ষা। এদিকে সংসদের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে আগামী বছর উচ্চ মাধ্যমিক পড়ুয়ারা নিজের স্কুলেই পরীক্ষা দিতে পারবেন।
সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানান, করোনাভাইরাস পরিস্থিতিতে এবার'হোম সেন্টারেই' পরীক্ষা হবে। যে স্কুলে যে পড়ুয়া পড়েন, তাঁদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার আসন সেখানেই পড়বে।এদিকে, উচ্চ মাধ্যমিক পরীক্ষার এনরোলমেন্ট ফর্মে এবারও উপস্থিতির জায়গায় 'NA' লিখতে হবে। বা অনলাইন ক্লাসের ভিত্তিতে পূরণ করতে হবে সেই শূন্যস্থান। অনলাইন ক্লাসের উপস্থিতির হার দিতে হবে না ‘NA’ (Not Available) দিতে হবে না এমনটাই জানানো হয়েছে।
সংসদ সভাপতি বলেন, ‘করোনাভাইরাস পরিস্থিতিতে এই প্রথমবার উচ্চ মাধ্যমিক পড়ুয়াদের নিজেদের স্কুল থেকেই পরীক্ষা দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। রাজ্যে ৬,২৭৩ টির মতো স্কুল আছে।’
6 মন্তব্যসমূহ
Good news
উত্তরমুছুনGood news
উত্তরমুছুনGood news
উত্তরমুছুনGood information
উত্তরমুছুনImportant information
উত্তরমুছুনExam hole valo hoy
উত্তরমুছুনThank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊