সিলেবাস নিয়ে বড় সিদ্ধান্ত স্কুল শিক্ষা দপ্তরের, এক বছরেই তিনটি ক্লাসের পড়া, দেওয়া হবে নতুন বইও



School Reopen




করোনা আবহে দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে গত ১৬ই নভেম্বর থেকে রাজ্যের স্কুল গুলোতে নবম থেকে দ্বাদশ শ্রেনির পঠন পাঠন আরম্ভ হয়েছে। মূল্যায়ণের মাধ্যমে বিনাপরীক্ষাতেই পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হয়েছে পড়ুয়ারা। এই পরিস্থিতিতে ছাত্রছাত্রীরা কি শিখেছে সেনিয়ে এমনিতেই সবমহলেই গুঞ্জন চলতে থাকে। আর তার মাঝেই সিলেবাস বা পাঠ্যক্রম নিয়ে নতুন রাজ্য স্কুল শিক্ষা দপ্তর।



জানুয়ারী থেকে নতুন শিক্ষাবর্ষ শুরু হচ্ছে আর সেসময়েই পড়ুয়াদের তাদের আগের দুই শ্রেণীর পাঠ্যক্রমের বিষয়গুলি নিয়ে পড়াশোনা করতে হবে এমনটাই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য স্কুল শিক্ষা দপ্তর। নতুন ক্লাসে যেন পড়াশুনায় সমস্যা না হয় সেকথা ভেবেই এই সিদ্ধান্ত নিয়ে শিক্ষা দপ্তর। ধরা যাক কোন ছাত্র বা ছাত্রী আগামী জানুয়ারীতে নবম শ্রেণিতে উত্তীর্ণ হয়েছে। তবে তাঁকে প্রথমে সপ্তম ও অষ্টম শ্রেণির পড়া পড়তে হবে তারপর নবম শ্রেণির পড়াশুনা করতে হবে তাঁকে।



একই বছরে তিনটি ক্লাস, সেক্ষত্রে সিলেবাস শেষ হওয়া নিয়ে একটা প্রশ্ন উঠেছে। সিলেবাস কমিটি সদস্যদের দাবি, সিলেবাস শেষ হওয়া নিয়ে কোনও সমস্যা হবে না। আগের দুটি ক্লাসের পড়া কিভাবে পড়ানো হবে তার জন্য একটি বই তৈরি করা হবে। পাঠ্যক্রমের বিশেষ বিষয়গুলি থাকবে সেই বইতে। এই বই তৈরির প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু করেছে রাজ্য সিলেবাস কমিটি।



আরও জানা যাচ্ছে, স্কুল শিক্ষা দপ্তরের তরফে এই দুই শ্রেণির পঠন পাঠন শেষ করার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। ১০০ দিনের মধ্যে বিগত দুই শ্রেণির পড়াশুনা শেষ করতে হবে এরপর নতুন ক্লাসের পড়াশুনা করতে হবে শিক্ষার্থীদের।