চা বাগানের এক শ্রমিককে মারধর করার অভিযোগ সহকারী ম্যানেজারের বিরুদ্ধে, অপসারনের দাবিতে অবরোধ






জলপাইগুড়ি,জয়ন্ত বর্মন : 


চা বাগানের এক শ্রমিককে অন্যায়ভাবে মারধর করার অভিযোগে চা বাগানের এক সহকারী ম্যানেজারের অপসারনের দাবিতে বাগানে বিক্ষোভ ও গেট মিটিং করা হলো। ঘটনাটি জলপাইগুড়ির মেটেলি ব্লকের বড়োদীঘি চা বাগানের।শুক্রবার সকালে ওই চা বাগানে গিয়ে শ্রমিকদের নিয়ে গেট মিটিং করেন আই এন টি টি ইউ সির জেলা সভাপতি রাজেশ লাকরা,সোনা সরকার, জোসেফ মুন্ডা সহ অন্যান্যরা।




ম্যানেজারের অপসারনের দাবিতে শ্রমিক নেতারা বাগানের ম্যানেজার বি চুবার সাথে গিয়েও কথা বলেন।অভিযোগ,গত বুধবার বড়োদীঘি চা বাগানের এক সহকারী ম্যানেজার বাগানের এক শ্রমিককে অন্যায় ভাবে মারধর করে।ঘটনার খবর জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়েন বাগনের অন্যান্য শ্রমিকরা।খবর দেওয়া হয় তৃণমূলের জেলা নেতৃত্বকে।এদিন সকালে বাগানের ফ্যাক্টরির গেটের সামনে প্রায় ঘন্টা খানেক হয় গেট মিটিং।মিটিং এর পর শ্রমিকরা ফের কাজে যোগদান করে।




আই এন টি টি ইউ সির জেলা সভাপতি রাজেশ লাকরা বলেন,অন্যায়ভাবে ওই সহকারী ম্যানেজার বাগানের এক শ্রমিকের গায়ে হাত দেয়।আমরা তা মেনে নেব না।ওই ম্যানেজার কে বাগান থেকে অপসারণ করতে হবে।এই দাবির ভিত্তিতেই এদিন গেট মিটিং করা হয়।এবিষয়ে বাগানের ম্যানেজার বি চুবা বলেন, যাবতীয় বিষয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।