Latest News

6/recent/ticker-posts

Ad Code

বিমানে হঠাৎ অসুস্থ যাত্রী- চিকিৎসায় এগিয়ে এলেন কেন্দ্রীয় মন্ত্রী

indigo


দিল্লি (Delhi) থেকে মুম্বইগামী (Mumbai) ইন্ডিগোর বিমানে হঠাৎ অসুস্থ হয়ে পড়া যাত্রীর চিকিৎসা করে খবরের শিরোনামে কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর ভগবত কারাড (Bhagwat Karad) ।


ঘটনায় প্রকাশ ইন্ডিগোর (indigo) দিল্লি থেকে মুম্বইগামী বিমানে এক যাত্রী হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন। বিমানের মধ্যে বসে ঘামতে শুরু করেন তিনি। এরপর সহযাত্রীর চিকিৎসায় এগিয়ে আসেন কেন্দ্রীয় মন্ত্রী (Union Minister) ভগবত কারাড।


কেন্দ্রীয় মন্ত্রীর পরামর্শ অনুযায়ী, মাঝ আকাশে ওই ব্যক্তিকে গ্লুকোজ খাওয়ানো হয়। এরপরই তিনি ক্রমশ সুস্থ হয়ে উঠতে শুরু করেন।


মাঝ আকাশে যাত্রীর অসুস্থতায় কেন্দ্রীয় মন্ত্রী যেভাবে এগিয়ে আসেন এবং তাঁর চিকিৎসা করেন, তাতে তাঁর প্রতি ধন্যবাদ প্রকাশ করা হয় সংস্থার (indigo) তরফে। এমনকি কেন্দ্রীয় মন্ত্রী ভগবত কারাডের প্রশংসায় ট্যুইট করেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)।

একটি মন্তব্য পোস্ট করুন

2 মন্তব্যসমূহ

Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊

Ad Code