WB BYPOLL: উপনির্বাচনে ৪ কেন্দ্রেই জয় তৃণমূলের





৩০ অক্টোবর রাজ্যের চার কেন্দ্রে হয় উপনির্বাচন আজ তার গণনা। চার কেন্দ্রেই নিজেদের দখলে করে নিল রাজ্য শাসক দল তৃণমূল কংগ্রেস। বিপুল ভোটে দিনহাটা-শান্তিপুর-গোসাবা-খড়দায় জয়ী তৃণমূল।


খড়দায় ৯৩ হাজার ৮৩২ ভোটে জয়ী শোভনদেব চট্টোপাধ্যায়।

দিনহাটায় ১ লক্ষ ৬৩ হাজার ৫ ভোটে জয়ী তৃনমূল প্রার্থী উদয়ন গুহ।

গোসাবায় ১ লক্ষ ৪৩ হাজার ভোটে জয়ী সুব্রত মণ্ডল।

শান্তিপুরে ৬৩ হাজার ৮৯২ ভোটে জয়ী ব্রজকিশোর গোস্বামী।



ট্যুইট করে জয়ী প্রার্থীদের শুভেচ্ছা জানালেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটারে তিনি লিখেছেন, ‘চারজন জয়ী প্রার্থীকেই আমার আন্তরিক অভিনন্দন। এই জয় মানুষের জয়। এটা দেখিয়ে দিল, বাংলা সবসময় মিথ্যা প্রচার ও ঘৃণার রাজনীতির বদলে উন্নয়ন ও ঐক্যকে বেছে নেবে। মানুষের আশীর্বাদে আমরা বাংলাকে আরও উচ্চতায় নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি।’



বিপুল ভোটে উত্তর ২৪ পরগনার খড়দা ও দক্ষিণ ২৪ পরগনার গোসাবা দখলে রাখল রাজ্যের শাসক দল। এদিকে বিধানসভায় দিনহাটা ও শান্তিপুর ছিল বিজেপির দখলে। উপনির্বাচনে সেই দুই আসনও দখল করে নিল তৃনমূল।




দিনহাটা, শান্তিপুর, খড়দা ও গোসাবা এই চার কেন্দ্রে তৃণমূল প্রার্থী জয়ী হওয়ায় বিধানসভায় তৃণমূলের বিধায়ক সংখ্যা বেড়ে হল ২১৭। অন্যদিকে, একুশের বিধানসভা ভোটে বিজেপি ৭৭টি আসনে জয়ী হয়। কিন্তু, ভোটের ফল প্রকাশের পর, বিধায়ক পদ থেকে ইস্তফা দেন রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার ও কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিক। ফলে বিজেপির বিধায়ক পদ কমে দাঁড়ায় ৭৫। এরপর তৃণমূলে যোগ দেন কৃষ্ণনগর উত্তরের বিজেপি বিধায়ক মুকুল রায়, বাঁকুড়ার বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ, উত্তর ২৪ পরগনার বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস, উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায় ও রায়গঞ্জের বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যাণী। দলত্যাগকে অঙ্কের হিসাবে ফেললে বলা যায়, বিজেপির বিধায়ক সংখ্যা এখন ৭০। যদিও দলত্যাগী সকলেই এখনও বিজেপির বিধায়ক।



খড়দার ভোট গণনা হয় নিউ ব্যারাকপুরের এপিসি কলেজে। ২২টি টেবলে ১৬ রাউন্ড গণনা হবে। গত বিধানসভা নির্বাচনে খড়দা কেন্দ্রে ২৮ হাজার ১৮০ ভোটে জয়ী হন তৃণমূল প্রার্থী কাজল সিনহা। কিন্তু ফল ঘোষনার আগেই পরলোক গমন করেন তিনি। এবার সেই কেন্দ্রে তৃণমূল প্রার্থী হিসেবে লড়াই করেছেন শোভনদেব চট্টোপাধ্যায়।বিজেপির হয়ে জয় সাহা এবং সিপিএম হয়ে লড়েছেন দেবজ্যোতি দাস। 



এদিকে কোচবিহারের দিনহাটা বিধানভার ভোট গণনা হবে দিনহাটা কলেজে। ২২টি টেবলে হবে ১৯ রাউন্ড গণনা হয়। গত বিধানসভা ভোটে দিনহাটা কেন্দ্রে তৃণমূল প্রার্থী উদয়ন গুহকে মাত্র ৫৭ ভোটে হারান বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক। তবে বিধায়ক পদে ইস্তফা দিয়ে তিনি সাংসদ পদেই থেকে যান। ফলে এই কেন্দ্রে ফের নির্বাচন। এবার তৃণমূল প্রার্থী উদয়ন গুহ, বিজেপি প্রার্থী অশোক মণ্ডল, বাম সমর্থিত প্রার্থী আব্দুল রউফ। 



শান্তিপুরে গত বিধানসভায় জয়ী হন বিজেপি প্রার্থী  সাংসদ জগন্নাথ সরকার। তিনি ১৫ হাজার ৮৭৮ ভোটে জিতলেও বিধায়ক পদ থেকছ ইস্তফা দিয়ে থাকেন সাংসদেই। ফলে শান্তিপুর কেন্দ্রে উপনির্বাচন করাতে হয়েছে। শান্তিপুর কেন্দ্রের ভোট গণনা হবে রানাঘাট কলেজে। ২১টি টেবলে ১৭ রাউন্ড গণনা হয়। 



দক্ষিণ ২৪ পরগনার গোসাবা বিধানসভা কেন্দ্রের ভোট গননা হবে ক্যানিংয়ের বঙ্কিম সর্দার কলেজে। এই কেন্দ্রে ২৩ হাজার ৭০৯ ভোটে জিতেছিলেন তৃণমূল প্রার্থী জয়ন্ত নস্কর। কিন্তু, পরে তাঁর মৃত্যু হওয়ায়, এই কেন্দ্রে উপনির্বাচন হয়। ২৫টি টেবলে ১৬ রাউন্ড গণনা হয়।