Latest News

6/recent/ticker-posts

Ad Code

খাদ্যরসিক চোরের কান্ডে তাজ্জব এলাকাবাসী

খাদ্যরসিক চোরের কান্ডে তাজ্জব এলাকাবাসী

খাদ্যরসিক চোর



স্টেশনারি দোকানে চুরি করতে এসে খাওয়ার লোভ সামলাতে পারেনি চোর। দোকানের তালা ভেঙ্গে দোকানে থাকা বাউলি, ওরিও বিস্কুট থেকে ফ্রিজ থেকে বের করে জল ও ঠান্ডা পানীয় ফ্রুটি পান করলেন৷ খেতে খেতে যখন মনে হয়েছে চুরি করতে এসেছে তখন দোকানের নগদ টাকা সহ বিভিন্ন সামগ্রী চুরি করে নিয়ে যায়।

এই চোরের কীর্তি দেখা গেছে জলপাইগুড়ির মাসকালাইবাড়িতে। মঙ্গলবার সকালে দোকানের মালিক দোকান খুলতে সসে দেখতে পান তালা ভেঙ্গে দোকানে চুরি হয়েছে। দোকানের ভেতর চোরের আধ খাওয়া জিনিসপত্র পরে রয়েছে।

আর চোরের কীর্তি দেখে রীতিমতো তাজ্জব এলাকাবাসী। অন্যদিকে ঘটনার খবর পুলিশ কে জানিয়েছে দোকানের মালিক।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code