শুরু হয়েছে Swami Vivekananda Merit-cum-Means Scholarship আবেদন প্রক্রিয়া, আবেদন করবার আগে জেনে নিন বিস্তারিত , Scholarship SVMCM
পশ্চিমবঙ্গ সরকারের একটি পরিচিত এবং জনপ্রিয় স্কলারশিপ হলো স্বামী বিবেকানন্দ স্কলারশিপ (Swami Vivekananda Merit-cum-Means Scholarship) । যা বিকাশ ভবন স্কলারশিপ নামেও পরিচিত। গত ১৬ নভেম্বর শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ২০২১ এর স্বামী বিবেকানন্দ স্কলারশিপের শুভ উদ্বোধন করেছেন।
যে সকল ছাত্র ছাত্রীরা মাধ্যমিক, উচ্চমাধ্যমিক বা কলেজের পরীক্ষায় পাশ করে পরবর্তী ক্লাসে ভর্তি হয়েছেন তারা বিকাশ ভবন স্কলারশিপ ২০২১ বা Swami Vivekananda Merit-cum-Means Scholarship -এ আবেদন করতে পারবেন।
আবেদনের যোগ্যতা(Criteria):
বিকাশ ভবন স্কলারশিপ বা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আবেদন করার জন্য নিম্নলিখিত যোগ্যতা গুলি অবশ্যই থাকতে হবে।
- উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিকে ৬০ শতাংশ নম্বর, স্নাতক স্তরে (honors/ nursing/ para medical/ engineering/ diploma) ৬০ শতাংশ নম্বর, স্নাতকোত্তর স্তরে (post graduation) বা গ্র্যাজুয়েশনে ৫৩ শতাংশ নম্বর, পলিটেকনিক ৬০ শতাংশ নম্বর থাকতে হবে |
- আবেদনকারীকে পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে।
- আবেদনকারীর পারিবারিক বাৎসরিক আয় আড়াই লক্ষ (২.৫ লক্ষ) টাকার কম হতে হবে।
- যেসব ছাত্র ছাত্রীরা নবান্ন স্কলারশিপ বা উত্তরকন্যা স্কলারশিপ বা অন্য যেকোন সরকারি স্কলারশিপ -এ আবেদন করেছেন অথবা যেকোনো সরকারি স্কলারশিপ -এর সুবিধা ভোগ করছেন তারা বিকাশ ভবন স্কলারশিপ বা বা Swami Vivekananda Merit-cum-Means Scholarship -এর জন্য আবেদন করতে পারবেন না।
বিকাশ ভবন স্কলারশিপের আর্থিক পরিমান:
- উচ্চমাধ্যমিক স্তরে প্রতিমাসে ১০০০ টাকা
- স্নাতক স্তরে প্রতিমাসে ১০০০- ৫০০০ টাকা পর্যন্ত
- স্নাতকোত্তর স্তরে প্রতিমাসে ২০০০- ৫০০০ টাকা পর্যন্ত
- পলিটেকনিক প্রতিমাসে ১৫০০ টাকা
আবেদন পদ্ধতি(Application procedure):
স্বামী বিবেকানন্দ স্কলারশিপ বা বিকাশ ভবন স্কলারশিপ -এ আবেদন করা যায় সরাসরি অনলাইনে। https://svmcm.wbhed.gov.in/ ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।
এইজন্য অবশ্যই প্রত্যেক ছাত্র-ছাত্রীকে প্রথমে রেজিস্ট্রেশন (registration) করতে হবে। রেজিস্ট্রেশন করার সময় আবেদনকারীর বর্তমান কোর্সের ওপর ভিত্তি করে ‘Directorate’ নির্বাচন করতে হবে। কোন কোর্সের জন্য কোন ‘Directorate’ নির্বাচন করতে হবে তা নিচে দেওয়া হল-
- উচ্চমাধ্যমিক স্তরের জন্য Directorate of School Education (DSE)
- স্নাতক ও স্নাতকোত্তর স্তরের জন্য Directorate of Public Instruction (DPI
- মেডিকেল কোর্স এর ক্ষেত্রে Directorate of Medical Education (DME)
- পলিটেকনিক কোর্স এর ক্ষেত্রে Directorate of Technical Education and Training (DTE&T)
- ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে Directorate of Technical Education (DTE)
‘Directorate’ নির্বাচন করে আবেদনকারীর নাম, মোবাইল নম্বর, ইমেল আইডি সহ একাধিক তথ্য দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। রেজিস্ট্রেশন প্রক্রিয়া শেষ হওয়ার পর ‘Application ID’ আসবে, যেটি পরবর্তীকালে স্কলারশিপের স্থিতি জানতে কাজে লাগবে। মেইলে এবং মোবাইল নাম্বারে এই আইডি চলে আসবে।
এবার ‘Application ID’ ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে যে সমস্ত ডকুমেন্টস(Documents) প্রয়োজন হবে সেগুলো হলো-
- জন্মের শংসাপত্র (মাধ্যমিকের এডমিট কার্ড)
- শেষ পরীক্ষার মার্কশীট (মাধ্যমিক/ উচ্চমাধ্যমিক বা স্নাতক ইত্যাদি)
- শেষ পরীক্ষার এডমিট কার্ড
- পারিবারিক বার্ষিক আয়ের শংসাপত্র
- আবেদনকারীর আধার কার্ড/ ভোটার কার্ড/ রেশন কার্ড
- ব্যাংকের পাসবুক
- নতুন কোর্সে ভর্তির রশিদ
উপরোক্ত ডকুমেন্টস গুলি কে স্ক্যান করে পিডিএফ ফরমেটে আপলোড করতে হবে এবং ডকুমেন্টস গুলির সাইজ 1 MB -এর বেশি হওয়া চলবে না।
অনলাইন আবেদন সংক্রান্ত যেকোন প্রশ্ন থাকলে এই নম্বরে সরাসরি যোগাযোগ করতে পারেন হেল্পলাইন নম্বরে- ১৮০০১০২৮০১৪, অথবা ইমেল করতে পারেন- helpdesk.svmcmwb@gov.in
6 মন্তব্যসমূহ
Important news
উত্তরমুছুনGood news
উত্তরমুছুনImportant news
উত্তরমুছুনimportant news
উত্তরমুছুনValo siddhanto
উত্তরমুছুনLast date ?
উত্তরমুছুনThank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊