Latest News

6/recent/ticker-posts

Ad Code

আজ প্রধান গঠন, সাত-সকালেই ওকড়াবাড়ী অঞ্চলের সামনে থেকে উদ্ধার তাজা বোমা

আজ প্রধান গঠন, সাত-সকালেই ওকড়াবাড়ী অঞ্চলের সামনে থেকে উদ্ধার তাজা বোমা 





দিনহাটা 1 নং ব্লকের ওকড়াবাড়ি অঞ্চলের প্রধান গঠনের দিনে সকাল বেলা ওকড়াবাড়ি গ্রাম পঞ্চায়েতের অফিসের সামনে একটি তাজা বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পরলো এলাকা জুড়ে।




প্রসঙ্গত আজ শুক্রবার দিনহাটা 1 নং ব্লকের ওকড়াবাড়ি গ্রাম পঞ্চায়েতের অনাস্থা জানানোর পর নতুন করে প্রধান গঠন হচ্ছে। আর প্রধান গঠনের দিনেই ওকড়াবাড়ি গ্রাম পঞ্চায়েতের অফিসের সামনে একটি তাজা বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পরে।



বোমার খবর শুনে ঘটনাস্থলে পৌঁছায় দিনহাটা থানা পুলিশ, পুলিশ এসে বোমাটিকে উদ্ধার করে বলে খবর। 


প্রসঙ্গত, কিছুদিন আগেই ওকড়াবাড়ী গ্রাম পঞ্চায়েতের তৎকালীন প্রধান রেণুকা খাতুন বিবির বিরুদ্ধে অনাস্থা আনে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস‍্যের একাংশ। তারপর রীতিমতো পাশ হয় অনাস্থা প্রস্তাব। অনাস্থা প্রস্তাব পাশ হলেও কিছু দিন ধরে প্রধানশূন‍্য ছিল অঞ্চল। এরপর আজ প্রধান গঠন। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code