Latest News

6/recent/ticker-posts

Ad Code

প্রাথমিক শিক্ষক চাকরি প্রার্থীদের জন্য সুখবর- LIST OF CANDIDATES FOR STATE LEVEL COUNSELLING

LIST OF CANDIDATES FOR STATE LEVEL COUNSELLING

LIST OF CANDIDATES FOR STATE LEVEL COUNSELLING



প্রাথমিক শিক্ষক চাকরি প্রার্থীদের জন্য সুখবর (WB Primary TET Result)। অবশেষে রাজ্যের প্রাথমিক স্কুলে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু করে দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ।


২৩ নভেম্বর বুধবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে- "প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে অনলাইনে আবেদনপত্র নেওয়া হয়েছিল। যাঁরা অনলাইনে আবেদন করতে পারেননি এমন ৪৭৮ জন এমন চাকরিপ্রার্থী অফলাইনে আবেদন করেছিলেন। সেই আবেদনের ভিত্তিতেই পর্ষদ মেধা তালিকা তৈরি করেছে।"


জানা গিয়েছে প্রথম ধাপে ৪৭৪ জন শিক্ষককে প্রাথমিকে নিয়োগ করা হবে। পরে আরও ৭৩৮ জন শিক্ষক নিয়োগ করবে পর্ষদ। তবে আগে ৪৭৪ জন শিক্ষকের হাতে নিয়োগপত্র দিতে চায় তারা।


ইতিমধ্যে মেধা তালিকা (WB TET Result) প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। পর্ষদের চেয়ারম্যান মানিক ভট্টাচার্য জানিয়েছেন, রাজ্যে মোট ১৬ হাজার ৫০০ প্রাথমিক শিক্ষক নিয়োগ করার প্রক্রিয়া এখন চলছে। যাঁরা প্রথম মেধা তালিকায় স্থান পাননি, এ ক্ষেত্রে তাঁদের আবেদনও বিবেচনা করা হয়েছে। দ্বিতীয় পর্যায়ে আরও নিয়োগ হবে। (WB Primary TET Result)

ফলাফল দেখতে ক্লিক করুন - LIST OF CANDIDATES FOR STATE LEVEL COUNSELLING

একটি মন্তব্য পোস্ট করুন

4 মন্তব্যসমূহ

Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊

Ad Code