করোনা পরিস্থিতিতে পুরভোটের প্রচারে কী কী নিয়ম মানতে হবে ?





১৯শে ডিসেম্বর কলকাতা পুরসভার ভোট। জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। এরপর আজ দুপুরে সাংবাদিক বৈঠক করল নির্বাচন কমিশন। কলকাতা পুরসভার ১৪৪টি ওয়ার্ডে ভোট। সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ। আজ থেকে মনোনয়ন জমা দেওয়া শুরু। ১ ডিসেম্বর মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। ২ ডিসেম্বর স্ক্রুটিনি শুরু। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ৪ ডিসেম্বর।অতিমারীর কথা ভাবে কী নিয়ম মেনে চলতে হবে, তা সাংবাদিক বৈঠকেই জানিয়ে দিল রাজ্য নির্বাচন কমিশন।



সন্ধে ৭ টা থেকে সকাল ১০ টা পর্যন্ত বড় জনসভা করা যাবে না।

সায়লেন্স পিরিয়ড হবে ভোটের ৭২ ঘণ্টা আগের থেকে।

ছোট মিটিংয়ে জোর

বড় মিটিং করতে গেলে বড় জায়গায় করতে হবে ।

জেলাশাসক ও পুলিশ অথরিটি নজর রাখবে।

মনোনয়ন জমা দিতে প্রার্থীর সঙ্গে যেতে পারবেন ২ জন।

অনলাইনে মনোনয়ন জমা করা যাবে না।

ডোর টু ডোর প্রচারে যেতে পারবেন সর্বাধিক ৫ জন।

সন্ধে ৭ থেকে সকাল ১০ পর্যন্ত করা যাবে না বড় জনসভা।

চালু হল ইলেকশন গ্রিভান্স ম্যানেজমেন্ট সিস্টেম।

অভিযোগকারীরা ওয়েবসাইটের মাধ্যমে অভিযোগ জানাতে পারবেন ।

করোনা পরিস্থিতিতে উপনির্বাচন করানোর ক্ষেত্রে ইলেকশন কমিশন যে নিয়ম জারি করেছিল, সেই নিয়মেই হবে পুরভোট।