Latest News

6/recent/ticker-posts

Ad Code

NOTA তে রেকর্ড ভোট দিনহাটায় - দিনহাটা উপনির্বাচন

NOTA তে রেকর্ড ভোট দিনহাটায় 


নোটা NOTA



দিনহাটা বিধানসভা নির্বাচনের ফলাফলের ট্রেন্ড এর দিকে তাকালে দেখা যায়- ২০০৬ বিধানসভা ভোটে অশোক মণ্ডল তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে ৩৬৩০ ভোটে জয়লাভ করেছিলেন। উদয়ন গুহ ২০১১ সালে সারাভারত ফরওয়ার্ড ব্লকের প্রার্থী হয়ে ৩০০২৬ ভোটে জয়লাভ করেছিলেন এই কেন্দ্র থেকেই। ২০১৬ তে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে উদয়ন গুহ জিতেছিলেন ২১ ৭৯৩ ভোটে। আর ২০২১ এর বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক জিতেছিলেন ৫৭ ভোটে।


২০২১ এর সাধারণ বিধানসভা নির্বাচন ২০২১ এ নিশীথ প্রামাণিক মোট ভোট পেয়েছিলেন- 116,035, উদয়ন গুহ পেয়েছিলেন- 115,978 এবং আব্দুর রউফ পেয়েছিলেন 6,069 ভোট। আর NOTA ছিল চতুর্থ স্থানে । NOTA তে মোট ভোট পড়েছিলো 1,537 । 

এবার সেখানে NOTA তে ভোটের সংখ্যা আরও বেশি। নবম রাউন্ড শেষে NOTA (None Of The Above) মোট ভোট পড়েছে ১৯০৬ । মোট ১৯ রাউন্ড গণনা হবে। ১৯ রাউন্ড শেষে  দিনহাটা উপনির্বাচনে নোটাতে মোট ভোট পড়েছে- ৩৯১৮ টি। 

২০১৩ সালে সুপ্রীম কোর্টের আদেশে চালু হয়েছিলো NOTA (None Of The Above) এর ব্যবহার। এরপর থেকে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে NOTA র প্রতি আগ্রহ। 

একটি মন্তব্য পোস্ট করুন

8 মন্তব্যসমূহ

Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊

Ad Code