এবার ভাইরাল মানিকে মাগে হিথের আরবী ভার্সন, চলুন শুনে নেওয়া যাক সেই গান 





কিছুদিন আগে নেটপাড়া জুড়ে ভাইরাল হয়েছিল শ্রীলঙ্কান র‍্যাপার ইওহানির মানিকে মাগে হিথে। আর তারপরেই একে একে বাংলা থেকে ভোজপুরী, ইংরাজী, হিন্দিতে দর্শকদের মন মাতিয়ে দিয়েছে এই গান। আর এবার তা আরবীতেও।



এখন ভাইরাল হওয়া ভিডিওটি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন মারওয়া খলিল। 1 মিনিটের ক্লিপটি নেটিজেনদের বিস্মিত করেছে। এতে আত্তাল্লা নামের একজন শিল্পীর একটি র‍্যাপও দেখানো হয়েছে। যদিও গানের কথাগুলি কেবলমাত্র একজন ব্যক্তি যিনি আরবীতে দক্ষ ব্যক্তিই বুঝতে পারেন, আকর্ষণীয় সুর অবশ্যই আপনাকে মন্ত্রমুগ্ধ করে রাখবে।



দেখুন সেই ভিডিও-