দুর্গাপুজার পর এবার কালীপুজায় মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা হাইকোর্টের


high court


দুর্গাপুজার পর এবার কালীপুজায় মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা হাইকোর্টের। শুধু কালীপুজো (Kalipuja) নয়, জগদ্ধাত্রী পুজো (Jagadhatri Puja), কার্তিক পুজোয় (Kartick Puja) দর্শকশূন্য থাকবে মন্ডপ, নির্দেশ কলকাতা হাইকোর্টের (Calcutta HighCourt)। ভ‍্যাকসিনের দুটি ডোজ নেওয়া হলেও ভিড় এড়িয়ে নির্দিষ্ট সংখ্যক লোক নিয়েই যাবতীয় করোনা বিধি মেনে করতে হবে পুজো এমনটাই নির্দেশ।




দুর্গাপুজোর মতোই, করোনা-বিধিনিষেধ মেনে কালীপুজো হোক এমনটাই আবেদন জমা পড়ে হাইকোর্টে। কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা এবং বিচারপতি কে ডি ভুটিয়ার ডিভিশন বেঞ্চ সেই মামলায় এই নির্দেশ দেন। গতবারের মামলাকারী অজয় দে এই বছরেও মামলা করেছেন।




কালীপুজোর মণ্ডপ দর্শকশূন্য রাখার নির্দেশের পাশাপাশি পরিবেশবান্ধব বাজি পোড়ানো নিয়ে সুপ্রিম কোর্টের দেওয়া নির্দেশই বহাল রাখল হাইকোর্ট। আদালতের পক্ষ থেকে জানানো হয়েছে, বাজি নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশই চূড়ান্ত। এই পর্যায়ে আর হস্তক্ষেপ করবে না কলকাতা হাইকোর্ট।তাই নতুন কোনও নির্দেশিকাও দেওয়া হচ্ছে না। তবে বাজির অপব্যবহার রুখতে ব্যবস্থা নিতে হবে রাজ্যকে।