Latest News

6/recent/ticker-posts

Ad Code

ওয়ানপিসে লাস্যময়ী পার্নো Parno Mittra

ওয়ানপিসে লাস্যময়ী পার্নো

Parno Mittra



ওয়ানপিসে লাস্যময়ী পার্নো। রবিবার ৩৫ তম জন্মদিনে মেরুন ওয়ানপিসে সেজে ধুমধাম করে পালন করলেন নিজের জন্মদিন। পায়ে সোনালি স্টিলেটো। হাতে ওয়াইনের গ্লাস!

Parno Mittra



স্লিভলেস ডিপ নেক ওয়ানপিসে তাঁকে সেক্সি লাগছিল। চুলের রং আর পোশাক যেন কমপ্লিমেন্ট করছে একে-অপরকে! তাঁর হট লুক প্রশংসা কুড়িয়েছে নেট পাড়ায়।

Parno Mittra



শনিবার রাতেই ছিল জন্মদিনের পার্টি। বেলুন দিয়ে সাজানো হয়েছিল গোটা ভেন্যু।হাজির ছিলেন তাঁর দুই বেস্ট ফ্রেন্ড মিমি আর অনিন্দ্য।জমিয়ে নাচ থেকে হুল্লোড়, খাওয়া-দাওয়ায় কাটল পার্টি। সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী।

Parno Mittra



অঞ্জন দত্তের ‘রঞ্জনা আমি আর আসব না’ দিয়ে অভিনয়ের দুনিয়ায় পথ চলা শুরু পার্নোর। ‘একলা আকাশ’, ‘মাছ মিষ্টি অ্যান্ড মোর’, ‘আমি আর আমার গার্লফ্রেন্ডস’-র মতো ছবিতে অভিনয় করেছেন তিনি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code