Latest News

6/recent/ticker-posts

Ad Code

সকাল ৯টা ৩০ মিনিটে আসতে হবে স্কুলে, নির্দেশিকা জারি মধ্যশিক্ষা পর্ষদের School Reopen

সকাল ৯টা ৩০ মিনিটে আসতে হবে স্কুলে, নির্দেশিকা জারি মধ্যশিক্ষা পর্ষদের 

STUDENT, SCHOOL



বদলে গেল স্কুল আওয়ারস, আগামী ১৬ ই নভেম্বর থেকে নবম ও একাদশ শ্রেণিকে স্কুলে আসতে হবে ৯-৩০ মিঃ এ।


মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছিলেন পুনরায় ক্লাস শুরু (SCHOOL RE OPEN) হওয়ার কথা। আজ মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE) জারি করলো বিজ্ঞপ্তি।


বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ক্লাস IX এবং XI এর ক্লাস চলবে ১০টা থেকে ৩-৩০ পর্যন্ত, কিন্তু তাঁদের বিদ্যালয়ে আসতে হবে সকাল ৯টা ৩০ মিনিটে।


অন্যদিকে দশম ও দ্বাদশশ্রেনি কে স্কুলে আসতে হবে ১০-৩০ মিঃ এ এবং ক্লাস চলবে ১১-০০ টা থেকে ৪-৩০ মিঃ পর্যন্ত।


শনিবার হাফ স্কুল সম্পর্কিত কোন কথা বলা হয় নি।

একটি মন্তব্য পোস্ট করুন

7 মন্তব্যসমূহ

Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊

Ad Code