ট্রেনের টিকিট বাতিল (Train ticket canceled) করলে কত টাকা চার্জ হিসাবে কাটা হয় জানেন ?
ট্রেনের টিকিট ক্যানসেল করলে কত টাকা কাটে ? জেনে নিন কত চার্জ কাটে ভারতীয় রেল। IRCTC E-Ticketing Service-এ ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে, My Transactions-এ Booked Ticket History-তে ক্লিক করতে পারেন। সেখানে ক্যানসেলেশন অপশন চেক করে দেখতে পাবেন।
এখন ট্রেনের টিকিট বুকিং বা ক্যানসেল করা কঠিন কোনও কাজ নয়। তার জন্য কাউন্টারের লাইনে গিয়েও দাঁড়াতে হবে না। বাড়িতে বসেই অনলাইনে করা যেতে পারে।
তবে অনেকেই জানেন না, ট্রেনের টিকিট বাতিল করলে কত টাকা চার্জ হিসাবে কাটা হতে পারে। ট্রেনের টিকিট ক্যানসেল-এর ক্ষেত্রে বিভিন্ন ক্লাস-এর জন্য আলাদা নিয়ম ও চার্জ। যেমন এসি টু বা থ্রি টায়ারের ক্ষেত্রে চার্জ একরকম। আবার স্লিপার ক্লাস-এর টিকিট ক্যানসেল করলে চার্জ আলাদা।
IRCTC-র নিয়মে বলা হয়েছে, আপনি যাত্রার কতক্ষণ আগে টিকিট ক্যানসেল করছেন, তার উপর নির্ভর করছে চার্জ। তবে চার্জ তৈরি হওয়ার পর টিকিট ক্যানসেল করলে চার্জ একেবারেই আলাদা। ট্রেনের নির্ধারিত সময়ের ৪৮ ঘণ্টা আগে টিকিট ক্যানসেল করলে ফার্স্ট ক্লাস-এর জন্য চার্জ ২৪০ টাকা, এসি টু টায়ার-এর জন্য ২০০ টাকা, এসি থ্রি টায়ারের জন্য ১৮০ টাকা, স্লিপার ক্লাস-এর ক্ষেত্রে ১২০ টাকা ও সেকেন্ড ক্লাস-এর ক্ষেত্রে ৬০ টাকা চার্জ কাটা হবে।
টিকিটের ২৫ শতাংশ টাকা কাটা যাবে ট্রেনের নির্ধারিত সময়ের ৪৮ থেকে ১২ ঘণ্টা আগে টিকিট ক্যানসেল করলে। তার উপর জিএসটি থাকবে। ট্রেন ছাড়ার ১২ থেকে ৪ ঘণ্টা আগে টিকিট ক্যানসেল হলে টিকিটের অর্ধেক টাকা প্লাস জিএসটি। অনলাইন টিডিআর না দেওয়া থাকলে ট্রেন ছাড়ার ৪ ঘণ্টা আগে টিকিট ক্যানসেল করলে কোনও টাকা ফেরত পাবেন না আপনি।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊