সুপারস্টার রজনীকান্তের (Rajnikanth) মেয়ে চালু করলেন সম্পুর্ণ ভারতীয় প্রযুক্তিতে তৈরি HOOTE
সুপারস্টার দাদা সাহেব ফালকে পুরস্কার প্রাপ্ত অভিনেতা রজনীকান্ত আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান তাঁর মেয়ে সৌন্দর্য্য ( Soundarya Vishagan) একটি app চালু করলো যেখানে সম্পূর্ণ ভয়েস প্রযুক্তিতে নিজেদের কথা শেয়ার করা যাবে।
Hoote হল প্রথম ভয়েস ভিত্তিক সামাজিক নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম যা ভারতের বাইরে, বিশ্বের জন্য চালু করা হয়েছে।
Hoote একটি বহুভাষিক প্ল্যাটফর্ম যা শুনতে চায় এমন কাউকে তাদের নিজস্ব অনন্য কণ্ঠের মাধ্যমে এবং তাদের পছন্দের ভাষায় প্রকাশ করতে দেয়। Hoote 14টি স্থানীয় ভারতীয় ভাষা এবং 5টি আন্তর্জাতিক ভাষায় উপলব্ধ বলে জানা গিয়েছে।
Hoote app টি Download করতে ক্লিক করুন এই লিঙ্কে - Link
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊